Ameen Qudir

Published:
2018-04-11 02:45:04 BdST

'প্রয়োজন ছাড়া সিজার করলে ব্যবস্থা :সুফল আনবে নাকি নতুন জটিলতার সৃষ্টি হবে?'


প্রতিকী ছবি । ছবির চরিত্র বাংলাদেশ বা পশ্চিমবঙ্গের নয়। 

 

ডা. বেলায়েত হোসেন ঢালী
______________________________

প্রসঙ্গ: প্রয়োজন ছাড়া সিজার করলে ব্যবস্থা।

খুব ভাল কথা।
প্রয়োজন ছাড়া সিজার করলে তো শাস্তি পেতেই হবে।
আর এই প্রয়োজন অর্থাৎ ইনডিকেশন নির্ধারন করবে কে?
সিজারের তো অনেক ইনডিকেশন আছে।
কনসালটেন্ট যখন সিজার করবেন বলে সিদ্ধান্ত নেন তখন সেটা কে যাচাই করে দেখবে উনার সিদ্ধান্ত সঠিক কিনা?
তর্কের খাতিরে ধরে নিলাম,সিজারের পর আপনার সন্দেহ হলো আমার রোগীকে ডাক্তার ইচ্ছে করেই সিজার করেছে।তাহলে আপনি কী পদক্ষেপ নেবেন?
-অভিযোগ করবেন?
- থানায় মামলা করবেন?
- সাংবাদিককে দিয়ে পত্রিকায় দেবেন?
-ডাক্তারদের নির্যাতন করবেন?
-হাসপাতাল /ক্লিনিক ভাংচুর করবেন?

আপনি অনেক কিছুই করতে পারেন।
তারপর......
সার্জনকে তলব করা হবে কিংবা তদন্ত হবে।
রোগির ফাইল দেখা হবে।
এবার,আসুন আসল কথায়........
ফাইল খুলে দেখা গেল,অপারেশন নোট লেখা আছে।
অপারেশন নোটে সিজারের ইনডিকেশন লিখা আছে ফিটাল ডিসট্রেস।
ফাইন্ডিংও ঠিকমত লিখা আছে।
তাহলে কী করে বুঝবেন অকারনে সিজার করা হয়েছে?
কেউ কী ইনডিকেশন লিখা ছাড়া সিজার করে?সব সার্জনই সিএস করে ইনডিকেশন দেখিয়ে।
কেউ চুরি করার ইচ্ছে থাকলে তাকে ঠেকানোর উপায় নাই।
অপারেশন নোটে ইনডিকেশন ইচ্ছেমত লিখে নিবে,রোগীর অভিভাবককে ফিটাল ডিসট্রেস,সারভিক্স আনওপেন্ড কিংবা ম্যালপজিশন ইত্যাদি ইত্যাদি বুঝাবে।ধরার কোনো উপায় কী আছে?সবাই বাচ্চার কথা চিন্তা করে সিএস করতে বলবে।আর সিজারের আগে অভিভাবকের লিখিত পারমিশন ও স্বাক্ষর নেয়া হবে।
তাহলে প্রমান হবে আপনার অভিযোগটি সত্য নয়।
এখন সংশ্লিষ্ট সার্জনের বিরুদ্ধে কী ব্যবস্থা গ্রহন করবেন??
তাহলে ডিজি মহোদয়ের সিদ্ধান্ত আদৌ কী কোনো সুফল বয়ে আনবে নাকি নতুন করে জটিলতার সৃষ্টি হবে? নিশ্চয় এমন আইন তো আর করতে পারবেন না যে রোগীকে ডেলিভারী টেবিলে রেখে সিজারের পারমিশনের জন্যে উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতির অপেক্ষায় কনসালটেন্টকে অপেক্ষা করতে হবে?
তাহলে তো আর কথাই নাই।পাবলিকের মাইর একটাও মাটিতে পড়বে না।
অহেতুক এমন একটা সিদ্ধান্ত পাবলিকলি করে দিয়ে ডাক্তারদেরকে হয়রানির একটা অস্ত্র সাংবাদিক ও পাবলিকের হাতে তুলে দেওয়া হলো।
তবে আমি মনে প্রানে চাই যারা ব্যবসায়িক স্বার্থে কিংবা ব্যক্তিস্বার্থে কিংবা অনৈতিকভাবে রোগী সেবার নামে রোগীকে হয়রানি করে এবং সিজার করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।
আসুন মহান এই পেশার স্বার্থে সবাই সততার সাথে জনগনকে প্রকৃত সেবা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করি।
সুন্দর আগামীর প্রত্যাশা।
__________________________

ডা. বেলায়েত হোসেন ঢালী । লোকসেবী চিকিৎসক। চট্টগ্রাম।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়