Ameen Qudir

Published:
2016-12-04 01:48:34 BdST

উপমহাদেশের পূবের দেশ ; ৩০ বছরে যেখানে ধর্মঘট হয় নি : কোন দেশ ?


 

 

ডা.সিদ্ধার্থ মুখোপাধ্যায়

_______________

 


একটা দেশে , তাও আবার এশিয়ায় , ভাবলে কেমন গা -শিরশিরানি হয় না !

দেশটা অবিশ্যি নিকটেই , আমাদের উপমহাদেশের পুব-ভাগ থেকে ।

কি হোলো এমন , লাফালাফি করার মতন ! কিচ্ছু না !

সেই দেশ টাতে ১৯৮৬ সালের পরে আর এমনকি ১২ ঘন্টার জন্যে -ও ধর্মঘট হয়নি ! দেশটা ছোট্ট বটে , কিন্তু মাল্টি -এথনিক ।

নাম - সিঙ্গাপুর । কলকাতা থেকে উড়ান সময় ৪ ঘন্টা , ঢাকা থেকে আরো ১ ঘন্টা কম হওয়ার কথা । ভাবতেই কেমন লাগে , তাই না !
_____________________________

 

 

 

ডা. সিদ্ধার্থ মুখোপাধ্যায়
বাংলার প্রথিতযশ চিকিৎসক। কবি।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়