Ameen Qudir

Published:
2018-02-28 17:21:45 BdST

একটা " সুইসাইড" এর জন্য আমরা সবাই দায়ী ; নিয়ম দায়ী




 

নিলয় রহমান

__________________________-


ডিপ্রেশন খুব খারাপ জিনিস , খুব বেশি খারাপ জিনিস। মানুষ নিজে থেকে মানসিকভাবে বিপর্যস্ত হয় না, বরং নির্মম কিছু নোংরা বাস্তবতা তাকে নিঃশ্বেস করে দেয় প্রতিনিয়ত ।
মানুষগুলো কেমন যেন ! হিসেবের অভিশাপে বন্দী ।
খেয়ালই করার হয়ত সুযোগ করে উঠতে তারা পারে না যে, নিজের কাছের মানুষটিকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেয় । সুইসাইড কোন কিছুর সমাধান না । কিন্তু একটাবার কি আমরা ভেবে দেখি? একটা মানুষ কোন পর্যায়ে এসে সুইসাইড এর মত ডিপ্রেশন নিতে পারে ?এটা ভাবার ও সময় নেই আমাদের । আমরা খুব স্বার্থপর ।। আমরা শুধু পারি, মরে গেলে কাঁদতে আর আক্ষেপ করতে ।
আর নিজের কাছের মানুষদের তিলে তিলে মানসিকভাবে অসুস্থ করে দিতে ।
একটা " সুইসাইড" এর জন্য আমরা সবাই দায়ী ।
নিয়ম দায়ী ।
ভাল থাকুক আমার প্রতিটি কাছের মানুষ ।

__________________________--


নিলয় রহমান

সুলেখক

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়