Ameen Qudir

Published:
2018-07-16 23:33:54 BdST

ফ্রান্স হাসলো শেষ হাসি:তারপরেও হৃদ মাঝারে শুধুই ক্রোয়েশিয়া!


 

দীপের শিখায় এত আলো যে!তবু কেন কাজলেতে কালো সে?

 

মেজর ডা. খোশরোজ সামাদ
______________________________

 

ফ্রান্স - ৪,ক্রোয়েশিয়া - ২,


তবুও তোমাকেই ভালবাসি,ভালবেসে যাব প্রিয় ক্রোয়েশিয়া ।

তবুও স্বপ্ন জেগে রয়।
তারপরেও হৃদ মাঝারে শুধুই ক্রোয়েশিয়া!

দীর্ঘদিনের অভিজ্ঞতায় ভাল খেলেই ফ্রান্স জিতেছে ।অভিনন্দন ।মাত্র দুইযুগের খেলায় ১১৬ তম স্থান থেকে রানার্স আপের গৌরবে টুপি খোলা স্যালুট ,প্রিয় ক্রোয়েশিয়া ।

মিশেল প্লাতিনিকে ভালবেসে অনেক বাংলাদেশী ফ্রান্সকে ভালবেসেছিল। সে অনেক আগের কথা।ব্রাজিল আর আর্জেন্টিনার বাহিরে বাঙালি অল্প দুএকটা দেশের ফুটবল প্রেমী হলে তাদের মধ্যে অবশ্যই ফ্রান্সের নাম আসবে।

২।নিছক ভাগ্যের গুণে নয় প্রথম থেকে ভাল খেলেই ফ্রান্স এতদূর এসেছে। ছন্দোবদ্ধ, পরিকল্পিত, শেষক্ষণ নাগাদ এনার্জি লেভেল ধরে রাখা ফ্রান্স টিমের বৈশিষ্ট্য। রক্ষণভাগ,মধ্যমাঠ,আক্রমণভাগের মধ্যে সুষম বন্টন এই দলকে সুসংহত করেছে। স্নায়ুর চাপ,চিত্ত চাঞ্চল্য মোকাবেলায় এই দল ' ব্যাটেল সিজিন্ড সোলজার। '

অভিনন্দন। তোমাদেরই শেষ হাসি। প্রিয় ফ্রান্স।

তবে আরেকটি কথা।
ফ্রান্স ক্ষমতাধর -ধনাঢ্য দেশ হতে পারে।কিন্তু,সমান যোগ্যতা অর্জন করেই ক্রোয়েশিয়া ফাইনালে খেলছে। রেফারি, তুমি কথাটা ভুলে যেয়ো না।

__________________________
মেজর ডা. খোশরোজ সামাদ,
উপ অধিনায়ক ,আর্মড ফোর্সেস ফুড এন্ড ড্রাগস ল্যাবরটরী

আপনার মতামত দিন:


খেলা এর জনপ্রিয়