Ameen Qudir

Published:
2017-04-05 14:45:02 BdST

মাশরাফীর জন্য কান্না


 



____________________________


বাংলাদেশ মিস করবে মাশরাফি কে।

Can't stop crying
Respect & Love #THE_BOSS

বাংলাদেশ টিম কে টি-টোয়েন্টি ইন্টারন্যাশনাল এ ১০ বছরের বেশি সময় ধরে প্রতিনিধিত্ব করা আমার জন্য অনেক গর্বের। আমি বিশ্বাস করি বর্তমান দলটি একটি ভাল দল এবং দলে কিছু উদীয়মান খেলোয়াড় আছে। আমার উপর আস্থা রাখার জন্য এবং আমাকে এত চমৎকার দলের নেতৃত্ব প্রদানের সুযোগ দেয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের প্রতি আমি আন্তরিক ভাবে কৃতজ্ঞ। আমি আমার সকল ভক্ত, পরিবার এবং বন্ধুদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ আমাকে সবসময় সমর্থন করার জন্য। এই সুদীর্ঘ ক্যারিয়ারে উত্থান এবং পতন ছিল। আমি সবসময় চেষ্টা করেছি আমার ফ্যানদের কে খুশি করার। আমি আমার প্রত্যেক ফ্যান এর কাছে তাদের কে প্রতি ম্যাচে খুশি করতে না পারার জন্য ক্ষমা চাইছি। এই মুহূর্তে দল হিসেবে আমরা ভাল খেলছি। আমি নিশ্চিত বাংলাদেশ সামনের দিনগুলো তেও ভাল ক্রিকেট খেলবে।
আমি মনে করি টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নেয়ার জন্য এটাই আমার উপযুক্ত সময় যাতে অনেক তরুণ উদীয়মান ক্রিকেটার তাদের প্রতিভা তুলে ধরতে পারে এবং বিসিবি তাদেরকে সঠিক দিকনির্দেশনা দিতে পারে। আমি বাংলাদেশ এর টি-টোয়েন্টি টিম এর নতুন অধিনায়ক কে আগাম অভিনন্দন জানাই এবং আমি নিশ্চিত বাংলাদেশ ক্রিকেটের সেরা সময় সামনে আসবে।
শীঘ্রই আবার দেখা হবে। সকলের জন্য আমার আন্তরিক ভালবাসা।

It has been a great honor for me to represent Bangladesh in T20I for more than 10 years. I believe that this team is currently a balanced one & there are some promising young stars. I am very much grateful to Bangladesh Cricket Board & high officials for keeping the trust on me to lead this fantastic team. I am also immensely grateful to my loving fans, family, and friends to support me all the time. There were some bad & some good days as well. I always tried to make my fans happy. I am very sorry to each and every fan for not being able to make them happy in every match. Right now as a team we are playing good cricket. I am sure Bangladesh will keep on playing good cricket in the days to come.
This is high time for me to say good-bye to T20 format so that many youngsters can get the opportunity to showcase their talent and thus BCB can nurture them for the future. Let me congratulate the new Captain in advance & I am sure the best is yet to come.
See you soon,Love!

____________________________

 

আপনার মতামত দিন:


খেলা এর জনপ্রিয়