Ameen Qudir

Published:
2017-01-15 19:29:47 BdST

১০ অক্ষরের ওষুধের জেনেরিক লিখতে লাগবে তিন পাতা প্রেসক্রিপশন


ডাক্তার প্রতিদিন
__________________________

খুব সাধারণ ওষুধ। ক্ষুধামান্দ্য, দুর্বলতার মত স্বাস্থ্য সমস্যার হাজারো রোগীকে এই ওষুধ দিতেই হয়। ওষুধটার কোম্পানি ব্র্যান্ডও সহজবোধ্য। মাত্র ফিলওয়েল লিখলেই চলে। ইংরাজিতে মাত্র ১০ অক্ষর  লাগে নামটি লিখতে। কিন্তুএখন মাননীয় অাদালতের বাধ্যবাধকতায় জেনেরিক লিখতে হবে । এটার জেনেরিক লিখতে এক পাতা প্রেসক্রিপশনে হবে না। তিনটি পাতা লাগবে অবশ্যই। লিখতে হবে হাজারের বেশী অক্ষর । বিশ্বাস হচ্ছেন না ? অাসুন তাহলে প্রামান্য ছবিটি দেখি। সেই বিষয়টি ছবিসহ প্রেসক্রিপশন করে বোঝালেন ডা. সাঈদ সুজন ।

""
১. জেনেরিক নামে লেখা এক মেডিসিনের নামেই প্রেস্ক্রিপশন এর সাইজ দেখুন।

 

 

২. পূর্বের নিয়মে লেখা প্রেস্ক্রিপশন এর সাইজ দেখুন যেখানে জেনেরিকের পরিবর্তে ট্রেড নাম লেখা হয়েছিল।

 

 

 

 জেনেরিক নামের এক মেডিসিন লিখতে তিনটা প্রেস্ক্রিপশন পেজ ইউজ করতে হয়েছে।।

এবার দেখুন............... কি করা উচিৎ । ""


বিশেষজ্ঞরা বলছেন, আদালতের বিজ্ঞ মত অবশ্য পালনীয়। অবশ্য মান্য। কিন্তু আদালত চলে দু পক্ষের আইনজীবীর সওয়াল জওয়াবের ভিত্তিতে। আইনজীবীদের উপস্থাপনায় আশা করা যায় আগামীতৈ এই সমস্যাটিও উঠে আসবে।

আপনার মতামত দিন:


ফার্মাসিউটিক্যালস এর জনপ্রিয়