Ameen Qudir

Published:
2018-04-03 16:09:57 BdST

এক ওভারস্মার্ট ভুত্তার পাল্লায় পড়েছিলাম: ভুত্তা আমাকে শাসিয়েও গেল



প্রতিকী ছবি। অনেকেই চেম্বারে ও বাইরে ডাক্তারদের বিরুদ্ধে রটিয়ে বেড়ায়।


ডা. মিথিলা ফেরদৌস
________________________
একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত বয়সটা উপভোগ্য। কিন্তু ঠিক যে স্টেজে আপনি আংকেল আন্টি ডাক শোনা শুরু করবেন।সেই স্টেজটা খুব পেইনফুল।

কয়দিন আগে এক মেয়ে তার গোপন কিছু সমস্যার সমাধান নিয়ে বের হওয়ার সাথে সাথেই এক ভুত্তা পোলা রুমে ঢুকে কয়,
: আন্টি,আসলে ওর সমস্যাটা কি একটু বুঝায় দিবেন?
:কার সমস্যা?
:এই যে এখনি বের হয়ে গেলো।
:আপনি তখন সাথে আসেন নাই কেন?
(মাথায় ভুত্তার, আন্টি ডাক ঘুরতেছে)
:না মানে আন্টি ও মানে আমার....
যা বোঝা বুঝছি।
:কি পড়েন আপনি?
:একটা প্রাইভেট ভার্সিটি থেকে বিবিএ করেছি।
:এইজন্যে এত স্মার্ট!!আচ্ছা,আপনাদের টিচারদের আপনারা কি আন্টি বলেন?
:না তা কেন,ম্যাম বলি।
:আমি কি তার চেয়েও কম যোগ্যতার?
:না মানে আন্টি আপনি দেখতে আমার এক আন্টির মত তাই।
(ওভার স্মার্টনেস)
:আমি যদি আপনার দাদীর মত দেখতে হতাম,গ্রানী ডাকতেন?
:এইসব বলছেন কেন,সমস্যা বোঝানোর,বুঝায় দেন।
: রুগীর সাথে যদি চারজন আসে,চারবার বোঝাতে হলে তো মুস্কিল,এখানে গাদা গাদা রুগী।আপনি একসাথে কেন বুঝে নিলেন না?
ভুত্তা আমাকে দেখে নিবে ইত্যাদি বলতে বলতে চলে গেলো।এরাই ডাক্তারদের বিরুদ্ধে উলটা পালটা রটায় বেড়ায়,নিজেদের অপকর্মের দায় ঢাকে।

এক মহিলা তিন বাচ্চা নিয়ে আমার রুগী।ঘরে ঢুকেই এক বাচ্চা পেশেন্ট বেডে এক পা উপরে,এক পা নীচে দিয়ে কসরৎ চালাচ্ছে উঠার,আরেকজন টেবিলের ওয়েট পেপার নিয়ে খেলা শুরু করে দিয়েছে,যেকোন সময় ভিউবক্স,বা টেবিল গ্লাস ভেংগে যেতে পারে,ভাংগলে সরকারী হাসপাতালে আবার আনতে আনতে আমি হয়তো অন্য কোথাও চলে যাবো,কোলেরটা পিটপিট করে আমার দিকে তাকায় আছে।তাড়াতাড়ি চিকিৎসা দিলাম।মহিলা কয়,
: আন্টি এই ঔষধ খাইলে ভাল হবো তো?
:ডাক্তাররা তো ভালো হওয়ার জন্যেই ঔষধ দেয় তাই না?
:আন্টি ভাল হইলে আবার আসতে হবে?
: ভাল হইলে আসবেন কেন?হাসপাতালে এই যে আমার তিন নাতিরে আনছেন,এদের জন্যেই তো বিপদজনক।তা বড় নাতির বয়স কত?
:৭ বছর।
: আপনার ছেলে আর আমার ছেলে প্রায় সমান।আপনি আমার ৮ বছরের ছোট।হা হা।আচ্ছা যান।
কি বুঝলো!আল্লাহ জানে
: আচ্ছা আন্টি যাই।
আমি হাসি।

মন খারাপ হইলেও নাতিগুলা রুম থেকে যাওয়ার পর একটু হইলেও স্বস্তি পাই।যেকোন সময় মেজোটা রুগীর বেড থেকে পরে আরেক বিপদ বাধাইতো।
তবে রাস্তা ঘাটে মার্কেটে,মুন্নি,শিলা টাইপ আইটেম গার্ল ওভার স্মার্ট মেয়েরা/ছেলেরা যখন আন্টি বলে নিজের বয়স কমায়, মন একটু খারাপ তো হয় ই।আচ্ছা এইটা কি আমার একার হয়?মেয়েদের মধ্যে একটা সার্ভে করি।সবাই আমার চেয়েও এ ব্যাপারে হার্ডলাইনে আছে দেখলাম।

এরপর ছেলেদের মধ্যে।ঘর থেকেই শুরু,আলতাফ যেদিন চুলে ডাইয়ের জন্যে ছুটাছুটি করে,সেদিন আমি জিগাই,
: কেউ আংকেল কইছে?
:কেন?
:না এমনিতে জিগাইলাম আরকি।
: হ কইছে।
: মাইয়া না পোলা মানুষ কইছে?
এইবার আলতাফ রাগে ফেটে পরে,
: তোমাদের সাথে থেকেই আমার এই অবস্থা।আমারে ভাগতে হবে।
:ভেগে যাওয়ার একটা ডেট ফিক্সড করো,ফেয়ারওয়েল দিবো,আর শুনো যাওয়ার সময় তোমার চেলাকে নিয়া যাবা।ও তুমি ছাড়া আমার সিংগেল চুলও কালো রাখতে দিবেনা।

ঘর ছাড়া বাইরেও জরিপ চালাইছি,সব ছেলেরা ইদানিং ওয়েট কমানো শুরু করেছে,কে নাকি কোন দিন ওভার ডায়েটিং এ ওটি তে পরে গেছে।কি কারবার।আলতাফও বলিউড নায়িকাদের রুটিন ফলো করে।

আন্টি নিয়ে মন খারাপ হইলেও মেয়েদের এইসব ব্যাপারে কেউ তেমন পদক্ষেপ নেয় না,যেমন ছেলেদের অবস্থা।
যাইহোক একটা ক্রুশিয়াল টাইম সবার জীবনেই আসে,আমার সেই সময় চলতেছে আশা করি সয়ে যাবো।কারণ আমার কাছে মনে হয় প্রতিটা বয়সের একটা আলাদা সৌন্দর্য আছে।একটা মাঝবয়সী মহিলাকে কচি খুকুর মত লাগা,সৌন্দর্য না।
সময়টা পাড় করতে হবে,ব্যাপারগুলা গিলে ডাইজেস্ট করে,মেটাবোলিজম, ডেফিকেটের মত ফিজিওলজিকেল প্রসেসের মধ্যে ফেলে দিলেই আর খারাপ লাগবেনা।
_______________________________

ডা. মিথিলা ফেরদৌস। ঢাকা।

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়