Ameen Qudir

Published:
2018-03-22 20:13:33 BdST

ডাক্তারদের পেশা অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে আদালতে যাচ্ছেন বিএমএ নেতা



ডেস্ক রিপোর্ট
_____________________________

আপোষহীন পেশাজীবি নেতা ও লোকসেবী চিকিৎসক ডা. বাহারুল আলম ডাক্তার অধিকার ও নিরাপত্তা বিধানে আইনের মৌলিক পথে লড়াইয়ের ঘোষনা দিয়েছেন। বিএমএর এই কিংবদন্তি নেতার লড়াইয়ে সাধারণ চিকিৎসক সমাজ অংশগ্রহনের জন্য আগ্রহী ও ব্যাকুল। নানা পর্যায় থেকে তাদের একাত্মতার খবর পাচ্ছি আমরা।
ডা. বাহারুল আলম পরিস্কার বলেছেন,
কথা নয়, দাবী নয়, প্রতিকারের লড়াইয়ে অংশীদার হও ।
নিম্মলিখিত মৌলিক ইস্যুতে অাদালতে যাওয়ার অঙ্গীকার শপথ জানান তিনি। তিনি বলেন, পর্যায়ক্রমে এরূপ আরও অনেক বিষয়ে আমরা উচ্চ আদালতে যাব। চিকিৎসকদের যে কোন বিষয়ে বিচারিক ও উচ্চ আদালতের যাওয়ার পরামর্শ , তথ্য উপাত্ত ও মতামত প্রদানের পাশাপাশি তহবিল গঠনে অংশীদার হওয়ার আহ্বান জানাচ্ছি। এ লড়াইয়ে সকলকে উদ্বুদ্ধ ও ঐক্যবদ্ধ করার অনুরোধ রইল।
আইনী লড়াইয়ের বিষয়গুলো হল,

*ক্যাডার বৈষম্য কেন মৌলিক অধিকার পরিপন্থী হবে না ?
*চিকিৎসকদের কর্মস্থল কেন সম্পূর্ণ নিরাপদ থাকবে না ?
*কর্মস্থলে লাঞ্ছিত চিকিৎসকের বিষয়ে রাষ্ট্র কেন বাদী হয়ে আদালতে মামলা করবে না? এবং কেন আক্রান্ত চিকিৎসক /স্বাস্থ্যকর্মী পর্যাপ্ত ক্ষতিপূরণ পাবে না ?
*রোগী মৃত্যু ও চিকিৎসা দুর্ঘটনায় সংশ্লিষ্ট চিকিৎসক কেন দায়মুক্তি পাবে না ?
*যে ধারায় চিকিৎসকের বিরুদ্ধে খুনের মামলা হয়, সে ধারা কেন বাতিল হবে না ?
*রোগী চিকিৎসকের আনুপাতিক হারে কেন চিকিৎসকের পদ সৃষ্টি ও নিয়োগ হবে না ?

সকলের প্রতি সংগ্রামী অভিবাদন।

ডা. বাহারুল আলম

 

এ বিষয়ে এবং ডা. বাহারুল আলমের নিরাপোষ লড়াইয়ের প্রতি সংহতি ও সমর্থন জানাচ্ছেন বিএমএ র তরুণ নবীন নেতাকর্মীরা।
বিএমএর তরুণ উদীয়মান নেতা , সাহসী লেখক লেখক কুমিল্লা স্বাচিপের নেতা ডা. কামরুল হাসান সোহেল ডা. বাহারুলের অনমনীয় অনন্য লড়াইয়ের প্রতি একাত্মতা জানিয়ে ডাক্তার প্রতিদিনকে জানান,
একমাত্র বাহারুল আলম স্যার আমাদের পক্ষে কথা বলেন। আমরা এখনো আমাদের কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করতে পারি নাই,আমাদের নেতৃত্ব আমাদের পক্ষে কথা বলেন না, উনারা কথা বলেন নিপীড়নকারীদের পক্ষে। তাই আমাদের কথা আমাদেরই বলতে হবে, আমাদের দাবী আমাদেরই আদায় করতে হবে।

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়