Ameen Qudir

Published:
2018-03-13 15:42:55 BdST

জীবন জুড়ে ছিল ডেভিডসন: মৃত্যুকালেও সঙ্গে সেই ডেভিডসন



ডা. মোহাম্মদ বেলায়েত হোসেন
_______________________

প্রিয় ডেভিডসন'স প্রিন্সিপালস এন্ড প্র‍্যাকটিস অফ মেডিসিন,
আপনি হয়তো জানেনও না,কোন এক পড়ুয়া মেডিকেলের ছাত্র ফাইনাল প্রফ দিয়েও আপনাকে হোস্টেলের বুকশেলফে তালাবন্ধ করে রেখে যায় নি,পরম মমতায় সাথে করে নিয়ে গিয়েছিলো ছুটির দিনগুলোতেও পাশে রাখবে বলে।আপনি ঠিকই থেকে গেলেন,যার সাথে আপনার থাকার কথা ছিলো,সে ই চলে গেলো উল্টো।

পৃথিবী এতো নিষ্ঠুর কেন?

২.
রাগিব রাবেয়া মেডিক্যাল কলেজের ১৩ জন নেপালি শিক্ষার্থী গতকাল মাত্র ফাইনাল প্রফ শেষ করে আজ রওনা দিয়েছিলো নেপালে যাবার জন্য।ফাইনাল প্রফের যন্ত্রণাময় কঠিন পথ তারা পাড়ি দিয়েছে লম্বা তিনটা মাস।সব শেষ করে বাবা মা ভাই বোন আত্মীয়দের কাছে ফেরত যাচ্ছিলেন।কতো আনন্দ নিয়েই না তারা ফেরত যাচ্ছিলেন।কল্পনায় হয়তো ভাসছিলো বাবা মা'র মুখ,তাদের সাথে দেখা হয় না কতোদিন।হয়তো জড়িয়ে ধরে বলতো,"পরীক্ষা খুব ভালো হইসে।পাশ হয়ে যাবে দেখো।ডাক্তার হয়ে যাবো,ডাক্তার।"
পাশ করলেই ডাক্তার-এর চেয়ে আনন্দের খবর আর কি হতে পারতো?
তাদের সাথে আরো অনেকে ছিলেন।কেউ ঘুরতে,কেউ হয়তো হানিমুন করতে,কেউবা অন্য কোন কাজে যাচ্ছিলেন।শেষ যখন বিদায় নিচ্ছিলেন,কিংবা শেষ সেলফিটা যখন তুলেছিলেন,ভাবতে পেরেছিলেন,এই যাত্রাই শেষ যাত্রা?আর দেখা হবে না প্রিয় মুখগুলোর সাথে?

ইউএস বাংলার ফ্লাইট শুধু নিজেই বিধ্বস্ত হয়নি,বিধ্বস্ত হয়েছে অনেকগুলো মানুষের স্বপ্ন,হাসি,আনন্দ।৫০ টি তাজা প্রাণ,মুহূর্তেই ঝরে পড়লো।আল্লাহ সবাইকে ক্ষমা করুন,নিহতের পরিবারদের এই শোক কাটিয়ে ওঠার শক্তি দিন।
___________________________

লেখক ডা. মোহাম্মদ বেলায়েত হোসেন । মেডিকেল অফিসার, শমরিতা হাসপাতাল , ঢাকা ।

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়