Ameen Qudir

Published:
2018-02-19 17:49:28 BdST

"ডাক্তারদের জব ডেস্ক্রিপশনে কোথাও নাই, যে কেউ এবিউজ করলে তা সহ্য করতে হবে"


 

 

 


ডা. অামেনা বেগম ছোটন
________________________


ডাক্তার দের হ্যারাস করার পর অপরাধী যা বলে তা হচ্ছে, আমার রোগে শোকে মাথা ঠিক ছিল না, তাই মারছি, গালি দিছি।

ডিয়ার জনগণ, আমাদের জব ডেস্ক্রিপশনে কোথাও নাই, যে আপনি শোকগ্রস্ত হয়ে এবিউজ করলে আমাদের তা সহ্য করতে হবে।

রাবির স্টুডেন্টস, মনে যত চায় আপনাদের স্যারের ফাক ইউ গালি শুনেন। নিজেরাও ভবিষ্যৎ এ তাই দিবেন, তবে এইটা মেডিকেলে গিয়ে করবেন না। আমরা এই শুনে অভ্যস্ত না, আমাদের টিচার দের ও মষতিষ্কবিকৃতি হয় নি যে পড়াতে গিয়ে স্টুডেন্ট দের এসব বলবেন।

ইউনিভার্সিটি দু চার মাস বন্ধ থাকলে কারু কিচ্ছু যায় আসে না, হসপিটাল বন্ধ হলে পুরো বিভাগ মানুষ বিনা চিকিৎসায় থাকবে। দেশে কার প্রয়োজন বেশি, কথাটা মনে রাখবেন।

আবার বইলেন না, ডাক্তার ট্যাক্সের টাকায় পড়ে। আপনাদের টাও ট্যাক্স থেকেই আসে। পড়া শেষে ডাক্তার একবছর গড়ে ১২ ঘন্টা করে সার্ভিস দেয়, আপনারা জনগণ দের কি দেন? "

_________________________

 

 


ডা. অামেনা বেগম ছোটন
Studied at Sylhet M.A.G Osmani Medical College
Lives in Sydney, Australia

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়