Ameen Qudir

Published:
2018-02-13 16:40:43 BdST

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ সব প্রশাসনিক পদে চিকিৎসকদের চাই


 



ডা. কামরুল হাসান সোহেল

___________________________

চিকিৎসা বিজ্ঞান একটি বিশেষায়িত বিজ্ঞান,এই বিষয়ে যাদের সঠিক জ্ঞান আছে, প্রায়োগিক জ্ঞান আছে, রোগ এবং রোগী ব্যবস্থাপনা বিষয়ে জ্ঞান আছে, হাসপাতাল ব্যবস্থাপনা বিষয়ে জ্ঞান আছে তাদের সমন্বয়ে এবং তাদের পরিচালনায় স্বাস্থ্য মন্ত্রণালয় পরিচালিত হওয়া উচিৎ।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব,সচিব, উপসচিব, যুগ্ম সচিব, সহকারী সচিব হওয়া উচিৎ স্বাস্থ্য প্রশাসনের দক্ষ, চৌকষ, মেধাবী চিকিৎসকদের। যদি চিকিৎসকরা স্বাস্থ্য মন্ত্রণালয় পরিচালনার সুযোগ পেত তাহলে স্বাস্থ্য খাতে সমন্বয়হীনতা অনেকাংশেই কমে যেত। স্বাস্থ্য খাত গতি পেত,সমন্বিত উন্নয়ন হতো, সুষম উন্নয়ন হতো।

যেখানে যা প্রয়োজন তা খুব সহজেই চিহ্নিত করতে পারত এবং তা পূরণের উদ্যোগ নিতে পারতো,কেননা একজন চিকিৎসকই সবচেয়ে ভাল জানেন,ভাল বুঝেন কোথায় কি সমস্যা আছে,সেই সমস্যা সমাধানের জন্য কি উদ্যোগ নিতে হবে,কখন নিতে হবে,একই সাথে কোন কোন সেক্টরের উন্নয়নের পরিকল্পনা হাতে নিতে হবে তা একজন চিকিৎসকই ভাল জানেন,ভাল বুঝেন। তাহলে আআমলাতান্ত্রিক জটিলতা কমতো, লাল ফিতার দৌরাত্ম্য কমতো। স্বাস্থ্য খাত গতিশীল হতো, দেশের জনগণ স্বাস্থ্য খাতের উন্নয়নের সুফল পেত।

________________________

Image may contain: 2 people

 

ডা. কামরুল হাসান সোহেল

 

আজীবন সদস্য, স্বাধীনতা চিকিৎসক পরিষদ , কুমিল্লা জেলা।
কার্যকরী সদস্য স্বাধীনতা চিকিৎসক পরিষদ
আজীবন সদস্য,বিএমএ কুমিল্লা।
সেন্ট্রাল কাউন্সিলর, বিএমএ কুমিল্লা

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়