Ameen Qudir

Published:
2017-06-24 18:29:57 BdST

ডাক্তার প্রতিদিন ইদ সংখ্যাকবি সরদার ফারুক-এর অনন্য রচনা


 

 

 


কবি সরদার ফারুক-এর অনন্য রচনা

১.


বোমা ফাটালেও দোষ নেই, শব্দদূষণের যথেচ্ছ সুযোগ
একদল ভোগ করে যাবে, শুধু রথযাত্রা
নীরবেই হওয়া ভালো—তারা জানালেন

উৎসবের পথে কাঁটা
গায়ক-পাখির গলা টিপে ধরে যারা মৃদু হাসে
আমি কি দেখিনি তাদের চেহারা?
নিরপেক্ষ সেজে কেউটের ঝাঁপি খুলে
এগিয়ে দিয়েছে তারা দুধ আর কলা

২৩.০৬.২০১৭

___________________________

২.

মাঝেমইধ্যে সাধ হয় লুলা হইয়া থাকি
আমারেও মন দিয়া কেউ পালুক পুষুক
দাগকাটা বোতলের রঙিন সিরাপ
দুই কষি বাইয়া যদি চিবুকে গড়ায়
আচলের কোণা দিয়া মুইছা দিতে পারে

হউক না সে সাধারণ আয়া-বুয়া-নার্স
কুমারীও হইতে পারে, হইতে পারে
অন্য কারো রূপবতী বউ

২৩.০৬.২০১৭


________________________

৩.


ছক্কু মিয়া কয়েক বছর পর ঈদের ছুটিতে বাড়ি গেছে। সকালে উঠে চায়ের দোকানে গুলতানি শুরু করতেই ছোটবেলার বন্ধু রমজানের সঙ্গে দেখা। ছক্কু তার নাম ধরে কুশল জিগ্যেস করলে রমজান মিয়া বেজার হয়ে যায়। গম্ভীরভাবে বলে ওঠে, “ দ্যাখ দোস্ত, রমজান কথাটা ভুল। আমার নাম আসলে রামাদান মিয়া।” ছক্কু কিছুই বুঝে উঠতে পারে না।

ঘরে ফিরে গিয়ে তার মনে পড়ে আজ শুক্রবার, নামাজে যেতে হবে। ছোটভাইকে প্রশ্ন করে , “তোরা এখন কোন মসজিদে জুম্মার নামাজ পড়িস?” ছোটভাই আপত্তি তোলে-“ দ্যাহো মিয়া ভাই , নামাজ কতাডা ঠিক না, আমরা সালাত আদায় করি।” সালাত ব্যাপারটা ঠিক কী, আর কীভাবে কার কাছ থেকে তা আদায় করতে হয়—ভেবে ভেবে ছক্কু মিয়া কোনো কূলকিনারা খুঁজে পায় না।
তার মাথা ঘুরতে থাকে, দিনতারিখ সব গোলমাল হতে থাকায় মরিয়া হয়ে প্রশ্ন করে ,“ আজ শুক্রবার তো?”
ছোটভাই ক্ষেপে গিয়ে বলে, “ আবারও ভুল কইলা, আইজ জুম্মাবার।”


________________________________

৪.

দীর্ঘদিন সাইকেলে না ওঠায় মনে হতে পারে
তুমি আর পারবে না, বিরতিতে ভেবে নেবে
ভুলেছো সাঁতার?

বহু আগে গীটার বাজাতে, তারগুলো ছুঁয়ে দেখো
কিছুক্ষণ বেসুরো বাজার পরে হঠাৎ জোয়ারে
ভিজে যাবে শুকনো আঙুল


_____________________________

৫.

কৌলীন্যের দিন শেষ। মাঠের লেখক,
লিখে যায় অসমাপ্ত কথা
পথের ইজারা নিয়ে বিবাদের শেষে
সিংহাসন ভেঙে ভেঙে পড়ে

হাজারো পাগল গারদের শিক খুলে
কলম বানায়


__________________


৬.

আদিগন্ত আলোড়নে মুগ্ধ হতে চাই
সার্কাসের দুঃসাহসী খেলা
টানে না তেমন। ক্লান্ত বাঘটিকে নিয়ে যাও
থেমে যাক সর্পিল চাবুক

জলমগ্ন জনপদে নৌকা থেকে নামে
ত্রাণের কম্বল, ঢেউ টিন, গুঁড়ো দুধ,
অখাদ্য বিস্কুট

আশ্বাসের অপেক্ষায় নেই
একবার রোমাঞ্চের নাভিমূলে ডাকো


____________________________

৭.

ফেসবুকের পদ্য
--------
১/
আবালের ঠাঁই নাই
আমাদের তালিকায়

২/
এতোটাই খ্যাতিলোভী?
নিজের নামের আগে জুড়ে দাও 'কবি'

৩/
ধর্মের বচন ঝাড়ো কথায় কথায়
দেখিনি কখনো কারো অভাবে, ব্যথায়

৪/
তোষামোদি করে ভাবো জিতে নেবে বাজী?
বন্ধ হোক তোমাদের নষ্ট কবিরাজি

 


__________________________________
কবি সরদার ফারুক, বাংলার প্রখ্যাত কবি ও কথা শিল্পী ।

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়