Ameen Qudir

Published:
2017-06-20 18:24:22 BdST

হে রোগী সম্প্রদায়, আপনাদের বিভিন্ন প্রশ্নোত্তর


 

 

রোদ্দুর ডা.নূরুল হুদা খান

____________________________;

হে রোগী সম্প্রদায়,
আপনাদের বিভিন্ন প্রশ্নোত্তর
নাট্যমঞ্চ:চেম্বার/বাস/আত্নীয়ের বাসা
সূত্র:যেমন কুকুর তেমন মুগুর

প্রশ্ন-১:আমিতো ৩য় বার আসছি,এইবারও টাকা দিতে হবে?
উত্তর-জী, হবে।ছেলের প্রাইভেট টিচারকে ৭মাসের বেলায় বিল দিতে গিয়ে কি বলেন,৬বার দিসি এইবার কম রাখেন,ফেল করলেওতো বলেননা।
একই দোকানে ৫০বার কিছু কেনার কথাতো বাদই দিলাম।
ওইসব জায়গায় একই টাকা দিতে হলেও আমাকে একটু কম দিলেও চলবে।তবে দুনিয়াতেই ফ্রি কিসু নাই।অক্সিজেন/বাবামার ভালবাসাও ফ্রি নহে।

প্রশ্ন-২:আমাকে খালি একটা কাগজে একটু ঔষধ লেইখ্যা দেন,প্রেসক্রিপশন করা লাগবে না।
উত্তর-খালি কাগজে ঔষধ লিখে দেয়ার নামই প্রেসক্রিপশন।তার অবশ্যই একটা বিনিময়মূল্য আছে।তাড়াহুড়ো না করে টিকিট/টোকেন নিয়ে এসে ধীরে সুস্থে বসেন।
বড়ি নেয়া আর চিকিৎসায় অনেক তফাত।
তাছাড়া গরীব বলেতো অতি দরকারি পরীক্ষাও সরকারি ফি তে ও করাতে পারছেননা,ওষুধ কিনবেন কি দিয়ে,আসেন আপনার জন্য সরকারি ফ্রি ওষুধ দিই।

প্রশ্ন-৩:একটা সাইনইতো,দিয়া দেন,কি আর হইবো?
উত্তর-একটা সাইনেই ফাঁসির হুকুম/বিয়া/ডিভোর্স/যুদ্ধ শুরু/স্থগিত হয়।
আপনার কাছে একটা সাইন,আসলে এই সাইনের আগে আমাকে ডাক্তার হতে হয়েছে।

প্রশ্ন-৪:ধূর এতগুলা টেস্ট দিল হুদাই।কোন রোগই নাই,সব কমিশনের ধান্ধা।জনগনের টাকায় ডাক্তার হইয়া খালি ধান্ধাবাজী।
উত্তর-বরং আপনার খুশী হওয়া উচিত যে,যাক বাবা আমার কোন রোগ নাই।আ হ্যাঁ ডাক্তারের ধান্ধা একটা আছে,সেটা অবশ্যই কমিশনের না,রোগ ধরে সুনাম কামানোর।
আর বাংলাদেশে ৭০-৮০% কোনকোনভাবে জনগনের টাকায়ই পড়ে,পড়ে অনেকে আপনার মত অমানুষ হয়,আর কেউকেউ ডাক্তার হয়।

প্রশ্ন-৫:ও আপনি ডা.
তাহলেতো বিসিএস এ টেকা আপনার জন্য সবচেয়ে সহজ।
উত্তর-উল্টো বললেন;প্রশাসন ফশাসন্ না আসলে বিসিএস স্বাস্থ্য্ টেকা সবচেয়ে কঠিন,কেননা সেজন্য আগে আপনাকে ডা. হতে হবে

প্রশ্ন-৬:এই ওষুধগুলা কুনডা কত?
উত্তর-ওষুধের কেজী কোনটা কত এটা বলা ডাক্তারের কাজ না।দেকানদারের কাজ

প্রশ্ন-৭:দেখেনতো,এই রিপোর্টগুলা বুঝায়া দেন?
উত্তর-আপনি টাকা দিয়ে যাকে দেখিয়ে আসলেন তাঁর থেকে বুঝে আসতে পারেননাই।অসুবিধা নাই আসেন আমি ফ্রি বুঝিয়ে দিচ্ছি।

-গুগোলেতো এইরকম বললো?
-গুগোলে ২দিন জ্বর লিখলে ক্যান্সারও অ্যান্সার আসে।

প্রশ্ন-৮:অমুকে বলসে,এই ওষুধটা ভালা/ভালা না...
উত্তর-এভাবে শুনেশুনে/দেখেদেখে অন্যকোন পেশা হয় কিনা জানিনা,এমবিবিএস ডাক্তারি হয় না।

প্রশ্ন-৯:আমার অমুকের ঘরে তমুকের চমুক ডাক্তার সলিমুদ্দীরে চিনেন?
উত্তর-দু:খিত চিনি না।লবন
তবে আপনার আপন ভাইবোন কেউ ডাক্তার হলে বলেন চেস্টা করে দেখি

প্রশ্ন-১০:আপনিতো অফিস ফাঁকি দেন।২/৩দিন আসেননা
উত্তর-ঈদে,মাঝরাতে,শুক্রবার,সেহরিইফতারে যে ডিউটি করি এসেতো প্রশংসা করেননা।এ ব্যাপারে আপনি উর্ধ্বতনের কাছে অভীযোগ করতে পারেন।

সম্পূরক প্রশ্ন-এইখানে পরীক্ষা করতে পারমুনা/করমুনা।ঢাকা/টোকিও থেকে করবো।পরে আবার আপনার কাসে নিয়া আসমুনে।এখন পরীক্ষা ছাড়াই ঔষধ দেন?
উত্তর-তাহলে ওইখানেই বড় ডা. আছে দেখিয়ে আসবেন।আপনার বাসায় দাওয়াত খেয়ে আরেক বাসায় পানি খাব বললে কেমন লাগবে বলেন?

প্রশ্ন-১১:রোগী আসতে পারবেনা।বাসায় গিয়ে দেখে আসতে হবে
উত্তর-যে রোগী উঠতেবসতেহাঁটতে পারেনা সে রোগীতো মুমূর্ষু।তাকে তো আরো জলদি হাসপাতালে নিয়ে আসা উচিত।আমি বাসায় গিয় দেখা যাবে এই কথাই বলবো।এর মধ্যে রোগীর আরো ক্ষতি হয়ে যাবে।যান যান জলদি হাসপাতালের নিয়ে আসেন

প্রশ্ন-১২:ডাক্তারসাব জখমটা বাড়ায়া লেইখ্যা দিয়েন?
উত্তর-এরপরের বার আরো বেশি জখম নিয়া আসলে আরো বেশি লেখা যাবে।আতাপত যেটুকু আছে সেটুকুই লিখে দিই কেমন?

প্রশ্ন-১৩:দামিদামি ওষুধ লেখে দেন যাতে একদিনেই সাইরা যায়:
উত্তর-আপনাকে পানির তৃষ্ণায় যতই দামি বাঁশমতির পোলাউ খেতে দিই কাজ হবে?কাজেই ডাক্তারের কাজ ডাক্তারকে করতে দেন দয়া করে।
আর সব১দিনে হইলেতো গর্ভের বাচ্চা ৯মাসে বের না হয়ে ইচ্ছামত বের হত

প্রশ্ন-১৪:যে ঔষধগুলো লিখসেন ওইগুলো কি খাব?
উত্তর-জেনা।
শোকেসে সাজায়া রাখবেন।ঔষধগুলা যথেস্ট সুন্দর।

সম্পূরক প্রশ্ন-এই ঔষধ খাইয়াতো আরো বাড়লো!
উত্তর-যীনা।এম্নিতেই বাড়ার কথা ছিল তাই বেড়েছে।বিকেলের নাস্তা করেও রাতে ক্ষুধায় ভাত খান কেন?তাইলে কি ওই নাস্তাই দায়ি?

প্রশ্ন-১৫:অমুক বড় ডাক্তারের কাসে গেসিলাম,একটা হারামি।আচ্ছা দেখেনতো আমি এই সমস্যায় কি খাব?
উত্তর-সরি।আপনি আরেকজনেক কাছে আমাকে হারামি বলতে পারেন।রোগের আগে নিজের মানসিকতা/চরিত্র ঠিক করে আসেন।

শেষপ্রশ্ন:বিদেশেতো এই করে,সেই করে
শেষোত্তর-আগে নিজে বিদেশী/রোগী হবার নূন্যতম শিক্ষা নিয়ে আসেন,পরে বিদেশবিদেশ করেন

বি:দ্র:একটি সারকাজমমাত্র
প্রশ্নগুলো অবান্তর না উত্তরগুলো যুগান্তর তা আপনারাই নির্ধারন করবেন।চাইলে সংযোজন।

__________________________


লেখক রোদ্দুর ডা.নূরুল হুদা খান

Medical Officer at Government of the People's Republic of Bangladesh, Employees.
Former DLP student at Birdem Hospital
Former Physician at Sher-E-Bangla Medical College, Barisal
Studied Cardiovascular Medicine at SBMC&MMCH

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়