Ameen Qudir

Published:
2017-05-23 03:20:38 BdST

রোগী আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং পত্রিকা অফিসে রেফার করে দেব



ডা. নাসিমুন নাহার
_______________________

মাঝে মাঝেই ভাবি, ভাগ্যিস হুমায়ুন আহমেদ আমেরিকায় মৃত্যুবরণ করেছিলেন, বিশ্বের সেরা ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
যদি দেশে তার চিকিৎসা চলতো তাহলে কি হতো !

ডাক্তার রা মানুষ---রোগ সারানোর উছিলামাত্র।জীবনদাতা না।ঠিক তেমনি ভুল চিকিৎসা ধরাটা সাংবাদিক বা অন্য পেশার কর্মে বা সাধ্যে কিছুতেই সম্ভব না।

দেশ বরেণ্য চিকিৎসক একুশে পদক প্রাপ্ত আবদুল্লাহ স্যারের মতো লিভিং লিজেন্ড---যার বই পড়ে আমরা ডাক্তার হয়েছি।শুধু তাই নয় বিশ্বে বহু দেশের মেডিকেলে স্যারের বই পড়ান হয় ।
তাকে নিয়ে যেই সার্কাস চলছে দেশে তাতে বোঝা হয়ে গেছে--- রোগী আসলেই ঢাকা বিশ্ব বিদ্যালয়ে এবং পত্রিকা অফিসে রেফার করা ছাড়া আর কোন চিকিৎসা করা আমাদের মতো চুনোপুঁটির জন্য মৃত্যু ডেকে আনার সমান।

সিদ্ধান্ত ফাইনাল।
রোগী দেখামাত্রই বলব-- আলবিদা।
.

___________________________
ডা. নাসিমুন নাহার । সুলেখক ।

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়