Ameen Qudir

Published:
2017-05-08 15:15:44 BdST

মনিপালের ডাক্তারদের ফলোআপ দেখবে কে ! অনুমতি কে দিল


 


ডা. রাকিব উদ্দিন
___________________________

 

বাংলায় একটা প্রবাদ আছে,পুরাণ পাগলে ভাত পায়না,আবার আসছে নতুন পাগল।হালিশহর কিউরেক্স এ মনিপালের ডাক্তার আসতেছে খুব ভাল কথা।

 

বিদেশী বিশেষজ্ঞ,উন্নত চিকিৎসা,হিন্দী কথা শুনা,মনিপালের আধুনিক যন্ত্রপাতির গল্প শোনা,কিউরেক্স এ হাজার হাজার টাকার পরীক্ষা নিরীক্ষা অবশেষে মনিপালে যাওয়ার কনফার্মেশন লেটার পাওয়া।এখন কথা হইল এসব বিশেষজ্ঞগণ কি নিয়মিত কিউরেক্স এ বসিবেন ফলোআপ করার জন্য??নাকি ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনার দু-চার টা শিকারী,বাদশা ছবি রিলিজ কইরা চলে যাবেন??

 

আর আমাদের হুজুগে বাঙালীরা সেই মুভি দেখবো,তৃপ্তির ঢেকুর তুলবো।আমার কথা হল,এই যে বিরাট ডাক্তর সাহেবরা আসবেন উনাদের কি বাংলাদেশে প্রাকটিস করার অনুমতি আছে???বিএমডিসির সম্মতি নিছেন??নাকি ভারতীয় ৪৫বছর বয়সী পড়তি নায়িকা ঋতুপর্ণার মত ভারতে বাজার না পাইয়া খোলামেলা ব্যাবসা করতে বাংলাদেশে আসছেন??চিকিৎসা ব্যাবস্থায় এরকম আগ্রাসন চট্টলার ডাক্তার সমাজ কখনোই মেনে নেবেন না।আমাদের নেতা চট্টগ্রাম বিএমএর সংগ্রামী সাধারণ সম্পাদক ডা:Faisal Iqbal Chowdhury স্যার ইতিমধ্যে সিভিল সার্জন মহোদয়কে এ বিষয়ে ব্যাবস্থা নিতে আহবান জানিয়েছেন।

 

আমরা তাঁর বলিষ্ঠ কন্ঠের সাথে একাত্নতা ঘোষনা করে সিভিল সার্জন মহোদয়কে বলতে চাই, অবিলম্বে এ আগ্রাসন বন্ধ করুন, প্রয়োজনে আইনি ব্যবস্থা নিন।আর তা না হলে আপনি জানেন চট্টলার ডাক্তার সমাজের রগ ট্যারা স্বভাব আছে।সুতরাং সময় থাকতেই আমাদের নেতার আহবানে সাড়া দিন।

_________________________________

ডা. রাকিব উদ্দিন । General physician at Alight Hospital (Pvt) Ltd.and Diabetic Center.Keranihat,Satkania,CTG
Works at স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়