Ameen Qudir

Published:
2017-03-16 19:25:56 BdST

যে ডাক্তার মুনীর নিজের রক্ত দিয়ে করেছিল সন্ধানী , তার প্রতিদানে তোমাদের মাস্তানি


_______________________________

ডা. সুচিত্রা সাহা

ডা. শেখ মুনীরকে চিনতাম আমি সন্ধানী করার কারণে। আজ ডা. তারিক রেজা আলী ভাইয়ের লেখা ডাক্তার প্রতিদিনে পড়ে অসম্ভব কষ্ট বোধ করছি।

তারিক ভাই, আমি ছাত্র ইউনিয়ন করলেও ডা. মুনীর ভাই যদ্দুর মনে পড়ে সেইভাবে সক্রিয় রাজনীতি করতেন না। তাকে সবসময় ব্যস্ত থাকতে দেখেছি , সন্ধানী নিয়ে ।

আজ যে মানুষ এত সহজে রক্ত পাচ্ছে, এই কাজের মাইল ফলক সন্ধানী।

সেসব দিনে কত কষ্ট করে আমরা এই সংগঠনকে দাঁড় করেছি; সেটা আমরা সাধারণ কর্মীরাই জানি। সেই কাজের নেতা ছিলেন মুনীর ভাই। তারিক ভাই। তারা নিজেরা বার বার রক্ত দিয়ে সাধারণ মানুষকেও রক্তদানে উৎসাহিত করেছেন । কত জায়গায় কত অনুষ্ঠান করেছেন। নাওয়া খাওয়া ভুলে। সেসব অবদান মানুষ জানে না।

আজকের বেঈমান মিডিয়ার কারণে আমাদের অবদান বাংলাদেশের মানুষ জানে না। দেশে কত লোককে স্বাধীনতা পদক দেয়া হয়। সন্ধানীকে দেয়া হয়েছে কিনা ,মনে করতে পারছি না।

এই মুনীর ভাইদের জন্যই সন্ধানী আজ বিশ্ব খ্যাত প্রতিষ্ঠান। আমেরিকা কানাডাতেও আমরা সন্ধানীর নামে রক্তদান কর্মসূচি করি। বিদেশীরা অবাক হয়ে দেখে।

সেই সন্ধানীর নেতা মুনীর ভাইকে মেরেছে বাংলাদেশীরা। সত্যিই বড় দুর্ভাগ্য। রবীঠাকুর মনের দু:খে কেন বলেছিলেন, বাংলাদেশীরা কখনও মানুষ হতে পারেনি । আজ হাড়ে হাড়ে টের পাই।

এরাই স্বাধীনতার জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করেছে। এখন দেশে মুনীর ভাইর মত মানবতাবাদী ডাক্তারও মার খায়।
কল্পনাও করতে পারছি না এই জাতির কপালে কি দুর্ভাগ্য আছে।

__________________________

 

ডা. সুচিত্রা সাহা । মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী ।

আপনার মতামত দিন:


মেডিক্যাল ক্যাম্প এর জনপ্রিয়