Ameen Qudir

Published:
2017-03-02 01:04:30 BdST

ডাক্তারের ভিজিট বেঁধে দিয়ে তৃণমূল বিধায়কের মাস্তানি


 

 

ডেস্ক রিপোর্ট
_______________________

চিকিৎসকদের ভিজিটের ঊর্ধ্বসীমা বেঁধে দিলেন তৃণমূল বিধায়ক উদয়ন গুহ।

উদয়নবাবু কোচবিহারের দিনহাটা পুরসভার চেয়ারম্যানও।


মঙ্গলবার তিনি রীতিমতো বিবৃতি ঝেড়ে জানিয়ে দিয়েছেন, দিনহাটা শহরে কোনও চিকিৎসক নিজেদের চেম্বার বা বেসরকারি ক্লিনিক অথবা হাসপাতালে আড়াইশো টাকার বেশি ভিজিট নিতে পারবেন না। শুধু তাই নয়, আগামী দু’বছর দিনহাটার কোনও চিকিৎসক নিজেদের ভিজিট বাড়াতে পারবেন না ।

 

এলাকার প্রভাবশালী রাজনৈতিক নেতা উদয়নবাবুর এই ঘোষণায় স্বাভাবিকভাবেই বিতর্ক তৈরি হয়েছে। কারণ, তাঁর এরকম নির্দেশিকা জারি করার অধিকার আছে কি না, তা নিয়েই প্রশ্ন উঠছে।ডাক্তারদের মতে, এটা রীতিমত গুন্ডামী।

এটা তার এখতিয়ারে পড়ে না। অনেকে আবার নির্দেশের কার্যকারিতা নিয়েই সন্দিহান।

স্রেফ নাম কামাতে এটা স্ট্যান্টবাজি ছাড়া কিছু নয়। রাস্তার গুন্ডামি থেকে পলিটিক্সে ঢুকে পুরানা মাস্তানি অার যায় না।

________________________

প্রতীকী চিত্র। গ্রাফিক্স- বিশ্বজিৎ দাস

আপনার মতামত দিন:


ফার্মাসিউটিক্যালস এর জনপ্রিয়