ডেস্ক

Published:
2021-07-03 17:15:14 BdST

রাত ও সকালে এল ৩৬ লাখ টিকা,ডিসেম্বর নাগাদ আসবে ১০ কোটি


 


ডেস্ক
__________________

চীনের সিনোফার্ম ও মডার্না মিলিয়ে শুক্রবার রাতে ও আজ শনিবার সকালে এলো ৩৬ লাখ টিকা। আজ শনিবার সকাল সাড়ে আটটার পরে বিশেষ বিমানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে মডার্নার ১২ লাখ ।

এর আগে গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টায় যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়া মডার্নার তৈরি ১৩ লাখ টিকা ঢাকায় এসেছে। গতকাল রাতে চীনের কাছ থেকে কেনা ১১ লাখ করোনার টিকাও ঢাকায় পৌঁছেছে।

টিকা নেওয়ার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বিমানবন্দরে সাংবাদিকদের জানান, ডিসেম্বরের মধ্যে ১০ কোটি টিকা আসবে। আর এই টিকা ৫ কোটি মানুষকে দেওয়া যাবে।
মুম্বাইয়ের সেরামের বৃহৎ পরিমাণ টিকাও এই বহরে যুক্ত হবে বলে জানা গেছে।

আপনার মতামত দিন:


ফার্মাসিউটিক্যালস এর জনপ্রিয়