Dr. Aminul Islam

Published:
2021-06-19 15:43:28 BdST

অতিমারীর মোকাবেলায় নতুন পিল


 


অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী
__________________________________

কো ভি ড ১৯ এর বিরুদ্ধে নতুন পিল।

আমেরিকা কো ভি ড ১৯ আর অন্য ভাইরাস যেগুলো অতিমারি করতে পারে সেগুলোর বিরুদ্ধে ওষুধ আবিষ্কারের জন্য বিনিয়োগ করছে ৪.২ বিলিয়ন
ডলার। ফাইজার , আস্ত্রাজেনেকা , রশ চেষ্টা করছে এনটি ভাইরাল
পিল তৈরি করার জন্য।
অবশ্য আমাদের তুনে প্রধান বাণ এখনো হল ভেকসিন ।
আমেরিকা একটি এনটি ভাইরাল্ ওষুধ রেমডিসিভির অনুমোদন দিয়েছে কো ভি ড ১৯ এর জন্য এ পর্যন্ত কিন্তু দিতে হয় শিরার মাধ্যমে।
তাই উপসর্গ হলেই যাতে রোগী একটি পিল গিলে ফেলতে পারে এমন ওষুধের জন্য বলছেন ডাক্তার রা।
আসছে মার্ক থেকে এনটি ভাইরাল মলনুপিরাভির।

আপনার মতামত দিন:


ফার্মাসিউটিক্যালস এর জনপ্রিয়