ডেস্ক

Published:
2021-05-22 00:37:28 BdST

এবার নতুন ওষুধ, যা হবে ভাইরাস বিধ্বংসী


অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী
বাংলাদেশের স্বাস্থ্যাচার্য
___________________________

নতুন কোভিড ১৯ ওষুধ , ভাইরাস বিধ্বংসী ?

অস্ট্রেলিয়া আর আমেরিকার বিজ্ঞানীদের যৌথ উদ্যোগে একটি প্রথম
ভাইরাস রোধী চিকিৎসা বেরুবার দ্বার প্রান্তে। এদের লক্ষ্য বস্তু কোভি ড ১৯ ভাইরাস। এই নতুন চিকিৎসা ৯৯ % বভাইরাস দূর করে আর দেহে এর বিস্তার রোধ করে বলে বিজ্ঞানীদের দাবী ।
এখনো পর্যন্ত কো ভি ডের নিদৃসট চিকিৎসা নাই জেনেরিক এন্ টি ভাইরেল রেমডেসিভির বা জানামিভির ব্যবহৃত হয় যা ভাইরাসের বিস্তার আংশিক রোধ করে বলে জানা যায় ।
গবেষক দের ধারনা , নতুন এই চিকিৎসা সহায়ক হবে এমন রোগী যাদের জরুরি চিকিৎসা প্রয়োজন বা যাদের জটিলতা হবার সম্ভাবনা।
মে ১৩ ২০২১ তারিখে মলিকুলার টেক নো লজি জরনালে প্রকাশিত এই গবেষণা নিবন্ধে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের মেঞ্জিস হেলথ ইন্স টি টুট আর আমেরিকার সিটি অব হোপ ইন্স টি টুটের বিজ্ঞানীরাযৌথ ভাবে যে ভাইরাস রোধী চিকিৎসা আবিষ্কার করেন যা ৯৯.৫ % কো ভি ড নির্মূল করে সে বিষয়ে বিশদ বর্ণিত হয়েছে। থেরাপিতে ব্যবহৃত হয়েছে
জিন স্প্লাইসিং আর এন এ প্রযুক্তি ধ্বংস করে করোনা ভাইরাস SARS CoV2 , এরা অন্যান্য করোনা মারস আর সারসের প্রতিও বিধ্বংসী
চিকিৎসাটি লক্ষ্য করে ভাইরাসের জেনমকে সরাসরি আর একে প্রতিলিপি তৈরি তে নিরস্ত করে।
মুখ্য গবেষক গ্রিফিথ বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক নিগেল মেক্ মিলান বলেন, এই থেরাপি প্রয়োগে ভাইরাসের জেনম ধ্বংস হয় , ভাইরাসের বাড়ন বৃদ্ধি আর হয়না ।। আর আমরা ইঞ্জেক ট করি ন্যানোকনিকাদের এরা গিয়ে সন্ধান করে আর বের করে ভাইরাস আর ধ্বংস করে ক্ষেপনাস্ত্রের মত। সবাভাবিক দেহ কোষ থাকে সম্পূর্ণ অক্ষত ।
প্রানিদের উপর পরীক্ষা হয়েছে আর আরও কয়েকটি পর্যায় পেরিয়ে যেতে বে আর এই থেরাপি ২০২৩ সালের দিকে আসতে পারে।

আপনার মতামত দিন:


ফার্মাসিউটিক্যালস এর জনপ্রিয়