ডাক্তার প্রতিদিন

Published:
2020-04-18 20:24:01 BdST

ক্রনিক ব্যথার উপশমে মাকড়সার বিষ হতে পারে নিদান?


অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী
বাংলাদেশের স্বাস্থ্য সেক্টরের পরামর্শক ও শুভচিন্তক
___________________

ক্রনিক ব্যথার উপশমে মাকড়সার বিষ হতে পারে নিদান?
আসক্তি করে প্রচলিত অনেক পেন কিলার এর বিকল্প কি হতে পারে এমন নিদান ? টারানটুলা ভেনমের অনু হতে পারে কি অপিয়ামের মত পেন কিলারের বিকল্প ? টারানটুলা ভেনম এর উপর ভিত্তি করে গবেষকরা ডিজাইন করেছেন নতুন মিনি প্রোটিন । এই মিনি প্রোটিনের গুরুতর ব্যথা উপশমের সম্ভাবনা উজ্জ্বল । আর আসক্তিও হয়না । গবেষকরা বলেন মরফিনের জরুরি বিকল্প চাই । মরফিন সদৃশ ড্রাগ যেমন ফেনটানিল , অক্সিচকডন প্রয়োজন বর্তমানে বিশ্ব জুড়ে
অপয়েড সংকট মোকাবেলার জন্য । ব্যথা উপশমে অপিয়াম খুব কার্যকর । কিন্তু ঘটে অবাঞ্ছিত পার্শ্ব প্রতিক্রিয়া । বমি ভাব , কোস্ট বদ্ধতা আর আসক্তির ঝুকি । আসক্তি একটি বড় সামাজিক বোঝা । গবেষণায় দেখা গেছে মিনি প্রোটিন Huwentoxin-IV দেহের বেদনা গ্রাহকদের সাথে বন্ধন আবদ্ধ হয় । চিনা বার্ড স্পাইডারের থেকে
টারানটুলা বিষ থেকে পাওয়া গেছে সেই প্রোটিন । এই ডিজাইন করেছেন বিজ্ঞানীরা নানা পদ্ধতিতে । মিনি প্রোটিন এমন ডিজাইন করা হয়েছে যাতে এটি পেন রিসেপ্টারের সাথে সঠিক যুক্ত হতে পারে ইদুরের মডেলে এর পরীক্ষা হয়েছে । ভাল কার্যকর দেখা গেছে । ব্যথা উপশমে হতে পারে বিকল্প পার্শ্ব প্রতিক্রিয়া থাকবেনা ।

আপনার মতামত দিন:


নতুন ওষুধ এর জনপ্রিয়