Ameen Qudir

Published:
2017-06-14 17:42:56 BdST

ওসিডি ডায়েরি :৩মেয়েটি নিশ্চুপ; মা বলল লজ্জার কথা কি বলব আপা


               

 

 

 

ডা. সুলতানা আলগিন
________________________________

২৬ বছর বয়সী মেয়েটি মার সাথে খুবই ম্লান মুখে চেম্বারে ঢুকল। ঢাকা মেডিক্যালের এমারজেন্সিতে স্টমাক ওয়াশ করেছে ২দিন আগে। ।অনেক গুলো ঘুমের ওষুধ খেয়ে ফেলেছে। মাত্র ১বছর হয় বিয়ে হয়েছে । ব্যপার কি ? শ্বশুরবাড়ীতে কোন রকম যৌতুক , শারীরিক নির্যাতন বা পরকীয়ার মত ঘটনা ঘটেনিতো ?


মেয়েটি নিশ্চুপ। মা বলল লজ্জার কথা কি বলব আপা। মেয়ে আমার সারাক্ষণ ঘরের মধ্যে বসে থাকে। স্বামীর সাথে যদিও বা সেক্স করে তারপর সেই যে বাথরুমে ঢুকে বের হতে হতে ৩-৪ ঘন্টা।

মাথায় যে ক্লিপটা ছিল সেটা পর্যন্ত তাকে ধুতে হয়। ঘরের দরজাটা পর্যন্ত সে হাত দিয়ে ধরে না। নতুন সংসার আত্মীয়স্বজন । সবাই চায় নতুন বউ সবার সাথে গল্প করবে বের হবে । কিন্তু সে আশায় পানি। সংসারে কোন কাজে তাকে পাওয় যায় না । স্বামীর সাথে খিটখিট করতে থাকে।

তার সব কিছুতে ঘেন্না লাগে। ও ছোট বেলা থেকেই একটু অমিশুক প্রকৃতির। পড়াশোনা ছাড়া কিছু বুঝতো না। স্কুলকলেজ ছাড়া সে সবসময় বাসাতেই থাকতো ।
ডিভোর্স হওয়াটা মেয়েটা কিছুতেই মেনে নিতে পারছে না। ইতোমধ্যে সে দুইবার আত্মহত্যার চেষ্টা করেছে। পরিবারে কারও এই সমস্যা আছে কিনা জিজ্ঞাসা করলে জানা গেল মেয়েটির বাবার এই সমস্যা আছে । তিনিও খিটখিটে প্রকৃতির । মানুষ ভাল । কিন্তু তার খুতখুতে মেজাজী ¯^ভাবের জন্য আমরা তটস্থ থাকি। এখন সহ্য হয়ে গেছে।


মেয়েটি ওসিডি এবং বিষন্নতা রোগে ভুগছে। এখান থেকে বের হয়ে আসতে হলে ওষুধ নিয়মিত খেতে হবে । প্রয়োজনে হাসপাতালে ভর্তি হতে হবে। সঠিক রোগ নির্ণয়,উপযুক্ত চিকিৎসা পেলে এই সংকট থেকে উদ্ধার পাওয়া সম্ভব।
____________________

        

 

 

প্রিয় সুজন ,
আপনি কি অবসেসিভ কমপালসিভ ডিজঅর্ডার (ওসিডি) বা শুচিবাই রোগে
ভুগছেন ?

 

একটু সময় দিতেই হবে আপনাকে আপনার ও সকলের স্বার্থে। প্রশ্নগুলো পড়ুন অনুগ্রহ করে।

 

১।আপনি কি অতিরিক্ত ধোয়া-মোছা করেন অথবা পরিস্কার পরিচ্ছন্ন থাকেন?
২।আপনি কি কোন কিছু অতিরিক্ত চেক/ যাচাই-বাছাই করেন?
৩। আপনার মাথায় কি কোন অপ্রীতিকর/ অনাকাঙ্খিত চিন্তা আসে ? যা কিনা আপনি চাইলেও মাথা থেকে সহজে বের করতে পারেন না ?
৪।আপনার কি দৈনন্দিন কাজ শেষ করতে অতিরিক্ত সময় ব্যয় হয়?
৫। আপনার মধ্যে কি আসবাবপত্র, বই খাতা, কাপড়-চোপড় অথবা যে কোন জিনিস নির্দিষ্ট ছকে গুছিয়ে রাখার প্রবণতা আছে ?

 

 

উপরোক্ত প্রশ্নগুলোর যে কোন একটির উত্তরও যদি হ্যাঁ বোধক হয় তবে মানসিকরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন ।ভুক্তভোগীদের ওসিডি ক্লিনিক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকায় প্রতি মঙ্গলবার , সকাল ১০টা থেকে ১টায় অাসার অনুরোধ রইল।
এ জন্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকার আউটডোরের মাত্র ৩০ টাকার টিকেট নিতে হবে।

 

লেখার সৌজন্য

ওসিডি ক্লিনিক । বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা। প্রতি মঙ্গলবার ।
____________________________

 

ডা. সুলতানা আলগিন । সহযোগী অধ্যাপক , মনোরোগবিদ্যা বিভাগ। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা।

আপনার মতামত দিন:


নতুন ওষুধ এর জনপ্রিয়