Ameen Qudir

Published:
2017-05-28 16:33:04 BdST

চিকিৎসকদের প্রতি আইনজীবির পরামর্শ : সজারু মেথড এপ্লাই করুন


 

 

কাজী ওয়াসিমুল হক
_________________

 

সজারু মেথড এপ্লাই করুন, সজারু নিজে থেকে কাউকে আক্রমন করেনা, কিন্তু কেউ তাকে আক্রমণও করেনা, কারন জানে করলে খবর আছে!

 

আপনাদের পেটালে আপনারা পালটা পেটান না, পিট্টি খেয়ে কেস করার জন্য হাসপাতাল বা প্রতিষ্ঠানের দিকে হা করে চেয়ে থাকেন, বড়জোর ফেসবুক গরম করেন, কোর্টে যাবার কথা শুনলে আপনাদের গায়ে কম্প দিয়ে জ্বর উঠে যায়, বলি আপনাদের মত নীরিহ প্রানীদের বাঙ্গালী পেটাবে না কেন? বাঙ্গালী যে সদাসর্বদা শক্তের ভক্ত আর নরমের যম, সেটা কি মেডিক্যাল সিলেবাসে না দিলে আপনারা বুঝবেন না?

 

মার খেয়েছেন? কেস ঠোকেন, আসামীদের বছরের পর বছর কোর্টে পাছা ঘসান, জী আপনাদেরও ঘসতে হবে, তবে পেশাগত অভিজ্ঞতা থেকে অন্তত এটুকু বলতে পারি যে এরকম ঘসাঘসিতে মার্ডার কেসের আসামীরাও মাফ চাওয়া শুরু করে, আপনাদের গায়ে হাত তোলা কাপুরুষদের কথা বাদই দিলাম, বেশী না, ২-৩ টা কেস কোর্টে নিয়ে চালানো শুরু করেন, সেগুলিকে রানিং রাখেন, কেসগুলি এবং তার ফলাফল সোশ্যাল মিডিয়ায় হাইলাইট করেন, তারপর দেখবেন কার হিম্মত হয় এত সহজে আপনাদের গায়ে হাত তোলার।

 

রাস্তা দেখিয়ে দিলাম, হাটবেন না ঘুমাবেন সেটা সম্পূর্ন আপনাদের ইচ্ছা।

____________________________

কাজী ওয়াসিমুল হক,Lawyer at Supreme Court of Bangladesh
Chief Lawyer at Wasimul Haque & Associates

আপনার মতামত দিন:


নতুন ওষুধ এর জনপ্রিয়