Saha Suravi

Published:
2025-01-29 11:17:10 BdST

অমানবিক নির্যাতনের শিকার কল্পনা এখন চিকিৎসকদের কল্যাণে সম্পূর্ণ সুস্থ


 

ডেস্ক
________________________

অমানবিক নির্যাতনের শিকার কল্পনা
চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রমে এখন সম্পূর্ণ সুস্থ। ফিরে পেয়েছে জীবন। ফিরে পেয়েছে সেই হাসি ও অনন্য নিষ্পাপ চেহারা।
কল্পনাকে জীবন ফিরিয়ে দিয়েছেন ঢাকা মেডিকেলের প্লাস্টিক সার্জারি বিভাগের দক্ষ চিকিৎকরা।
এ বিষয়ে ডা. মোহাম্মদ নাসিরউদ্দিন এক লেখায় জানান, চিকিৎসক হিসেবে রোগীর হাসিমুখ দেখার চেয়ে বড় প্রাপ্তি কিছু নেই । কল্পনার কথা হয়তো আপনারা অনেকেই ভুলে গেছেন! দীর্ঘ তিন মাস ১০ দিন ঢাকা মেডিকেলের প্লাস্টিক সার্জারি বিভাগে চিকিৎসা শেষে ওর এখন বাড়ি যাওয়ার সময় হয়েছে । বসুন্ধরা আবাসিক এলাকার এক ছোট্ট গৃহকর্মী কল্পনা অমানবিক নির্যাতনের শিকার হয়ে বন্দী অবস্থায় ছিলো দীর্ঘদিন । ৭১ টিভির সাহসী সাং অববাদিক ইশতিয়াক ইমনের অক্লান্ত প্রচেষ্টায় সে মুক্ত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসার জন্য আসে । তার ছোট্ট শরীরে অসংখ্য নির্যাতনের ক্ষত নিয়ে প্রায় মৃত্যুর মুখে পড়ে । চিকিৎসা শেষে ও আজ সুস্থ । এই দীর্ঘ পরিক্রমায় সমাজ কল্যাণ মন্ত্রণালয়, ঢাকা মেডিকেল এর পরিচালক সহ সবার আন্তরিক সহযোগিতা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি:

এ বিষয়ে সাংবাদিক ইশতিয়াক ইমন এক লেখায় জানান, জীবনে আমার বড় কোন প্রাপ্তি নেই তবে চেষ্টা করি সাধ্যমত মানুষের উপকার করার। যদিও আমি বড় প্রাপ্তি মনে করি, মানুষের উপকার করতে পারায়। কারন আমি মানুষের দোয়ায় বিশ্বাসী। কল্পনার কথা মনে আছে নিশ্চয়ই, ভয়াবহ নির্যাতনের শিকার কল্পনা এখন সুস্থ। ১০০ দিনের চিকিৎসা শেষে কল্পনা এখন বাড়ির পথে। নতুন একটা সুন্দর জীবন হোক কল্পনার। এই লড়াইয়ে পাশে থাকা প্রতিটা মানুষের প্রতি কৃতজ্ঞতা। শেষ ছবিটা কল্পনাকে উদ্ধারের সময় তোলা।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়