DR. AMINUL ISLAM

Published:
2024-12-16 17:46:52 BdST

বিজয় দিবসে দিনভর বিনামূল্যে রোগী দেখলেন অর্থোপেডিক অধ্যাপক ডা. মিজানুর কল্লোল


 

ডেস্ক
___________________________

মহান বিজয় দিবসে সকাল থেকে দিনভর চেম্বারে রোগীদের বিনামূল্যে সেবা প্রদান করেছেন প্রখ্যাত অর্থোপেডিক বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মিজানুর রহমান কল্লোল। এ অমূল্য সেবাদান করে তিনি নেটিজেনদের ভালবাসা কুড়োচ্ছেন। তিনি জানান,
সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। জানা যায়, তিনি তাঁর চিকিৎসা সেবার মাধ্যমে   এই মহান দিবসে মহান মুক্তিযুদ্ধের অমর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
কবি ও সুলেখক
অধ্যাপক কল্লোল
এমবিবিএস (ঢাকা), ডি-অর্থো (বিএসএমএমইউ), পিএইচডি। অধ্যাপক (অর্থোপেডিক সার্জারী)। হাড় ও জয়েন্ট বিশেষজ্ঞ, অর্থোপেডিক, ট্রমা ও স্পাইন সার্জন- ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা।


তিনি অর্থোপেডিক ও ট্রমা সার্জন হিসেবে যে সব রোগের


যে সকল রোগের চিকিৎসা করেন, তা হল,
হাড় এবং জয়েন্ট ইনফেকশন
হাড় ভাঙ্গা
স্থানচ্যুত হাড়
টিস্যু আঘাত
পেশী সংক্রমণ এবং টিউমার
লিগামেন্ট এবং টেন্ডন ইনফেকশন

 

 

ডা. মিজানুর রহমান কল্লোল এর

জন্ম ১ জানুয়ারি, খুলনায় । এমবিবিএস পাশ করেছেন শের-ই- বাংলা মেডিক্যাল কলেজ, বরিশাল থেকে । পোস্ট গ্রাজুয়েশন করেছেন অর্থোপেডিক সার্জারিতে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ, ঢাকা থেকে। লেখালেখির শুরুটা কবিতা দিয়ে হলেও সাহিত্যের বিভিন্ন শাখায় তার অবাধ বিচরণ। সায়েন্স ফিকশন ও ভৌতিক গল্প লিখেছেন প্রচুর। অনুবাদেও সমান দক্ষ । মুক্তিযুদ্ধ বিষয়ক সাহিত্য নিয়েও কাজ করেছেন অনেক স্বাস্থ্য বিষয়ক লেখালেখিকে তিনি সাহিত্যের পর্যায়ে নিয়ে গেছেন ।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়