DESK

Published:
2024-12-16 12:55:22 BdST

মহান বিজয় দিবস আজ



ডেস্ক
_________________

আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। বীরের জাতি হিসেবে বাঙালির আত্মপ্রকাশের দিন। পৃথিবীর মানচিত্রে স্বাধীন ভূখণ্ড হিসেবে বাংলাদেশ নাম প্রতিষ্ঠার মাইলফলকের দিন। ৯ মাসের মুক্তিযুদ্ধ শেষে ১৯৭১ সালের এই দিনে ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) বীর যোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করেছিল পাকিস্তানি দখলদার হানাদার বাহিনী।

এই বিজয়ের আনন্দের দিনে জাতি গভীর কৃতজ্ঞতা ও পরম শ্রদ্ধায় স্মরণ করবে স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী বীর সন্তানদের।


যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালনে জাতীয়ভাবে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দিনটি উদযাপন করছে। বাংলাদেশ টেলিভিশন ও বিভিন্ন বেসরকারি টেলিভিশনও বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করছে। জাতীয় দৈনিকগুলোতে বিশেষ ক্রোড়পত্র প্রকাশিত হয়েছে। দিনটি সরকারি ছুটির দিন। সব সরকারি-আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। ইতোমধ্যে গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনাগুলো আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডা. তারিক রেজা আলী মহান বিজয় দিবসে তাঁর অনুভূতি প্রকাশ করেছেন এভাবে:
"ছোট্ট গলিতে দুই পাশে মানুষ আর রিকশা, মোটর সাইকেলের যান জট। এর মাঝে দেখি এক যুবক দ্রুত পায়ে পথ তৈরি করে এগিয়ে যাচ্ছে। হাতে তার একটি লাঠি যেখানে বাঁধা বেশ কয়েকটি বাংলাদেশের পতাকা। পত পত করে উড়ছে যেনো পতাকা গুলো। কল্পনায় আপনি দেখতে পাবেন পতাকা হাতে নবীন কিশোর-কিশোরীর সর্ষে ক্ষেতের আল বেয়ে দৌঁড়ে যাওয়ার ক্যালেন্ডার এর সেই দৃশ্য।
প্রতি বৎসর অপেক্ষা করি ডিসেম্বর মাসের এই চমৎকার দৃশ্য দেখব বলে। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।"

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়