Ameen Qudir

Published:
2017-03-04 15:26:08 BdST

অপেক্ষা করুন, সময় বলে দিবে কার কি অবস্থান


 


ডা. ফয়সল ইকবাল চৌধুরী
________________________________

হঠাৎ করে টোকাই লীগের এক নেতা কে বিপ্লবীর বেশে দেখে অবাক হলাম, চট্টগ্রামের চিকিৎসকদের বিরুদ্বে এত মামলা, হামলা হল তখন তাকে কোথাও দেখলাম না, নির্বাচনের পূর্বে এই মন্ত্রী সেই মন্ত্রী, এই নেতা সেই নেতার পদলেহন করতে দেখেছি, এখন হঠাৎ সব কিছু তে ব্যর্থ হয়ে বিপ্লবীর বেশ ধরেছে মনে হয়।

অবশ্য দুষ্টু লোকেরা বলে শীত নাকি এখনও শেষ হয় নাই, শীতকালে.... পাগল হয় ।


অবশ্য তার ডাকে চট্টগ্রাম মেডিকেল বা চট্টগ্রামের অন্য মেডিকেলের ইন্টার্ন তো দুরে থাক কোন.... ও কিছু করবে বলে মনে হয় না। চট্টগ্রাম মেডিকেলে তার প্রবেশ নিষিদ্ধ।


আমরা চট্টগ্রাম বিএমএ জানি কখন কি করতে হবে, আমরা কখনো চিকিৎসক ও চিকিৎসা পেশার সন্মান হারাতে দিব না,
আগামীকালের অভিষেক নিয়ে ঐ টোকাই নেতার সকল ষড়যন্ত্র ভেস্তে গেছে, চট্টগ্রাম বিএমএ নির্বাচন নিয়ে কি হয়েছিল সেটা আপনাদের অজানা নয়।

আমরা অবশ্যই চিকিৎসক এ চিকিৎসা পেশা বিরোধী কোন কিছু মেনে নিব না।
আলাপ আলোচনা করে দাবী আদায় করা টা ও আন্দোলনের একটা অস্ত্র।
অপেক্ষা করুন, সময় বলে দিবে কার কি অবস্হান।

_______________________________
ডা. ফয়সল ইকবাল চৌধুরী । প্রখ্যাত লোকসেবী পেশাজীবি নেতা। সাধারণ সম্পাদক , চট্টগ্রাম বিএম এ ।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়