Ameen Qudir
Published:2017-03-02 18:02:39 BdST
ডাক্তাররোগী সহায়তায় বিশ্বসেরা চমক উপহার বাংলাদেশের এক ডাক্তারের
বিশ্ববরেন্য চিকিৎসক current president of World Federation of Society of Anaesthesiologist Mr David J Wilkinson এর সঙ্গে ডা. অসিত বর্দ্ধন
আহির ফা হিয়ান বুবকা
____________________________
ডাক্তার-রোগী সহায়তায় যুগান্তকারী এক সাফল্য দেখালেন একজন কানাডা প্রবাসী বাংলাদেশের ডাক্তার।
ডাক্তার ও রোগীর জন্য দরকারী সব কিছু হাতের মুঠোয় এনে দিলেন তিনি। এ যেন আলাদীনের চেরাগ।
একজন রোগীর কি সেবা চাই; সেটা তার চিকিৎসা বিষয়ক অ্যাপ বিডিইএমআর-এর মাধ্যমে সম্ভব। একই ভাবে সম্ভব একজন ডাক্তারের সারাজীবনের তথ্য জমা রাখা ও দরকারে ব্যবহার।
১ মার্চ ঢাকায় এক অনুষ্ঠানে আ্যাপটি উম্মুক্ত হল বিশ্ববাঙালীর জন্য।
অবশ্য এর অাগে এ্যাপটি ডাক্তারদের কল্যাণে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছিল। ডাক্তার প্রতিদিন সহ স্যোশ্যাল মিডিয়ার কল্যানে ইতোমেধ্যেই হাজারও ডাক্তার এটি ব্যবহার করে দুর্দান্ত সুফল পাচ্ছেন বলে জানিয়েছেন।
ঘরে বসে চিকিৎসকের অ্যাপয়েমেন্ট ও প্রেসক্রিপশন পাওয়া, সব ধরনের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট , চিকিৎসকের পরামর্শ পাওয়ার সবরকম সুবিধা আছে অ্যাপ বিডিইএমআর-এ ।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ১ম মার্চ এটি উদ্বোধন করেন ঢাকা ক্লাবে এক অনুষ্ঠানে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএসএমএমইউ-এর উপাচার্য অধ্যাপক মো. কামরুল আহসান খান ও বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের মহাসচিব ডা. এহতেশামুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডা. দিপাল কে অধিকারী।
তার মনোজ্ঞ উপস্থাপনা সবাইকে মুগ্ধ করে।
অনুষ্ঠানে অ্যাপসটির নির্মাতা ডা. অসিত বর্দ্ধন জানান, ইএমআর ধারণাটি পাশ্চাত্যে চিকিৎসা সেবার একটি অবিচ্ছেদ্য অংশ হলেও বাংলাদেশে তা একদমই নতুন। এটি বাংলাদেশে প্রচলন করা গেলে দেশের চিকিৎসা সেবায় আমূল পরিবর্তন আসবে। এটি চিকিৎসকের জন্য যেমন চিকিৎসা প্রদান সহজ করবে তেমনি রোগীর জন্যও চিকিৎসকের সেবা গ্রহণ, রোগ নির্ণয়-চিকিৎসা সংক্রান্ত ভোগান্তি ও ব্যয় কমিয়ে আনবে।
অনুষ্ঠানে জানানো হয়, patinet.bdemr.com অ্যাপসটি রোগীর জন্য, doctor.bdemr.com অ্যাপসটি চিকিৎসকের ব্যবহারের জন্য আর clinic.bdemr.com অ্যাপসটি হাসপাতাল বা ক্লিনিকের জন্য। anaesmon.bdemr.com অ্যাপসটি সবার জন্য। বিডিইএমআর অ্যাপসে রোগীর চিকিৎসা সংক্রান্ত সকল ব্যক্তিগত তথ্য যেমন রোগীর নাম, ঠিকানা, যোগাযোগের নম্বর, রোগীর শারীরিক তথ্য, উচ্চতা, ওজন, রক্তচাপ, নাড়ীর গতি, রোগের বিস্তারিত ইতিহাস রোগী ইতিপূর্বে যতবার চিকিৎসকের কাছে গেছেন যে যে শারীরিক অসুবিধা নিয়ে গেছেন তার খুঁটিনাটি বিস্তারিত বর্ণনা, রোগীর সকল পূর্বের ইনভেস্টিগেশন টেস্টের রেজাল্ট, রোগীর সকল প্রেসক্রিপশন ও ওষুধের নাম, ডোজ, সেবন বিধি, টিকা গ্রহণ ইত্যাদি। যে সব রোগীর দীর্ঘস্থায়ী অসুখ থাকে তাদের ওষুধ সেবন, চিকিৎসকের ফলোআপে যাওয়া, নতুন পরীক্ষার ক্ষেত্রে পূর্বের পরীক্ষার সঙ্গে তুলনা।
রোগীর ধারাবাহিক উন্নতিসহ ইএমআর-এ সংরক্ষিত তথ্য রোগীর চিকিৎসায় সহায়ক হয়। অ্যাপসটিতে রোগীর প্রয়োজনীয় ফটো বা ভিডিও সংযুক্ত করারও সুবিধা রয়েছে।
বিডিইএমআর অ্যাপসে এ সব সুবিধার পাশাপাশি রক্তচাপ, ব্লাড সুগারের ফলসহ যেকোনো পরীক্ষার ফল স্মার্টফোনের মাধ্যমে সেভ করে রাখা যায়। এমন কি একজন রোগী যে সব ওষুধ খাচ্ছেন সেটাও যোগ করে রাখা সম্ভব।
ওষুধ কয়টা খাওয়া হলো, কয়টা বাকি থাকলো; সেটাও জানা সম্ভব। কোনো ডোজ বাদ পড়লো কিনা; বিডিইএমআর-এ এ বার্তাও গ্রাহককে জানায়। যারা মাঝে-মধ্যে ওষুধ খেতে ভুলে যান তাদের জন্য এটা খুবই উপযোগী। আবার বিভিন্ন প্যাথলজি থেকে যে রিপোর্ট করা হবে সেটাও এ অ্যাপসের মাধ্যমে ফোনে, ট্যাবলেটে বা কম্পিউটারে দেখা যায়। চিকিৎসক নিজের চেম্বারে বসেই সেটা দেখতে পান।
এভাবে এ অ্যাপসের মাধ্যমে চিকিৎসক ও রোগীর মধ্যে যোগাযোগ সহজ হয়, খরচ কমে আসে এবং সময় বাঁচে। বিডিইএমআর এর মাধ্যমে রোগীর প্রেসক্রিপশনটি কারও স্মার্টফোন, ল্যাপটপ, বা ডেস্কটপে সংরক্ষিত থাকলে স্বয়ংক্রিয়ভাবে ওষুধ খাওয়ার সময় সেটি রিমাইন্ডার দেয়।
ডা. অসিত বর্দ্ধন বলেন, পাশ্চাত্য দেশগুলোতে এ ধরনের অ্যাপস এবং ব্যবস্থা বেশ ব্যয়বহুল। এ ধরনের বিশেষায়িত অ্যাপস হাসপাতাল, প্রতিষ্ঠান, রোগী এবং চিকিৎসককে কিনতে হয়। তবে বাংলাদেশীদের জন্য বিডিইএমআর অ্যাপসটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করার সুযোগ রাখা হয়েছে। অ্যাপসটি এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশে মেডিকেল কনফারেন্সে প্রদর্শিত ও প্রশংসিত হয়েছে।
___________________________
আহির ফা হিয়ান বুবকা । ডা. অসিত বর্দ্ধন-এর দেয়া তথ্যের ভিত্তিতে এবং সুফলভোগী ডাক্তারদের বক্তব্য অনুযায়ী লেখা।
আপনার মতামত দিন: