DESK

Published:
2024-08-13 09:38:23 BdST

শাসনতন্ত্রের ৪ মুলনীতি ফিরিয়ে আনাসহ ১২ দফা দাবি জানালেন অধ্যাপক ডা. ইমরান বিন ইউনুস


অন্তর্বর্তী সরকার প্রধান ড. ইউনূস এবং ১২ দফার দাবিকারী চিকিৎসক ব্যাক্তিত্ব অধ্যাপক ডা. ইমরান বিন ইউনুস অতীতের এক অনুষ্ঠানে : ফাইল ছবি



ডেস্ক __________________

অন্তর্বর্তী সরকার প্রধানের কাছে

শাসনতন্ত্রের ৪ মুলনীতি ফিরিয়ে আনাসহ ১২ দফা দাবি জানালেন অধ্যাপক ডা. ইমরান বিন ইউনুস। তিনি এক লিখিত প্রস্তাবনা বক্তব্যে এই দাবিগুলো জানান।

অধ্যাপক ডা. ইমরান বিন ইউনুসের ১২ দফা হল:
"প্রস্তাবনা: রাষ্ট্র সংস্কার করতে যা করতে হবে
১। রক্তে ভেজা শাসনতন্ত্রের চার মুলনীতি ফিরিয়ে আনতে হবে
২। সংসদের জরুরী অধিবেশন ডেকে / অর্ডিনেন্স দিয়ে তত্ত্বাবধায়ক সরকার পুনচালু
৩। কথা বলার, আন্দোলন করার, প্রতিবাদ করার অধিকার নিশ্চিত করতে হবে এবং মানবাধিকার সুরক্ষা করতে হবে
৪। সব কালা-কানুন বাতিল করতে হবে
৫। শাসনতন্ত্রের ৭০ ধারা বাতিল করতে হবে
৬। শাসনতন্ত্র অনুযায়ী ওমবার্ডসমেন নিয়োগ দিতে হবে ও প্রশাসনের সর্বস্থরে জনগনের নির্বাচিত প্রতিনিধি দিতে হবে
৭। প্রচারমাধ্যম গুলোকে স্বায়ত্বশাসন দিতে হবে
৮। আমলা ও কামলাদের যথাযথ আইনানুগ চলা নিশ্চিত করতে হবে ও তাদের কাজের সিভিলিয়ান মনিটরিং করার ব্যবস্থাপনা
৯। কৃত্য পেশা ও সমতা ভিত্তিক সিভিল সার্ভিস বিন্যাস করতে হবে
১০। বিচার বিভাগের পুরোপুরি স্বাধীনতা নিশ্চিত করন সহ সংবিধান রক্ষার অভিবাক করতে হবে।
১১। পেশাজীবিদের দলীয় অংগ সংগঠন নিষিদ্ধ করতে হবে
১২। রাষ্ট্রের দস্যুতা ঠেকাতে যুক্তরাষ্ট্রের সংবিধানের দ্বিতীয় সংশোধনীর মত সংশোধনী আনতে হবে।
- অধ্যাপক ইমরান বিন ইউনুস"

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়