DESK

Published:
2024-08-08 21:00:47 BdST

মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা: প্রাণঢালা অভিনন্দন


নিভৃতচারী মেধাবী লেখক , লোকসেবী চিকিৎসক ডা. বিধান রঞ্জন রায়

 

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হলেন বরেণ্য মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

ছেলেবেলা থেকেই ভীষণ মেধাবী শিক্ষার্থী ছিলেন অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। সুনামগঞ্জ সরকারি জুবিলি হাইস্কুল থেকে ১৯৭৯ সালে এসএসসি ও ১৯৮১ সালে ঢাকা কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে   সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে ১৯৮৮ সালে এমবিবিএস সম্পন্ন করেন।

অধ্যাপক ডা.সুলতানা আলগিন

অধ্যাপক ডা.সুলতানা আলগিন-------

অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হওয়ায়
ডাক্তার প্রতিদিন সম্পাদক ও প্রখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা.সুলতানা আলগিন এক শুভেচ্ছা বাণীতে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন । তিনি বলেন, বাংলাদেশের একজন সেরা নিভৃতচারী মেধাবী লেখক , লোকসেবী চিকিৎসক
ডা. বিধান রঞ্জন রায় । তিনিএই দায়িত্ব পাওয়ায় একজন চিকিৎসক হিসেবে গৌরব বোধ করছি। তার যোগ্যতা , দক্ষতা প্রশ্নাতীত। তার দক্ষতায় স্বাস্থ্য সেকটর নবপ্রাণ পাবে।

 



পেশাগত জীবনেও প্রচন্ড সফল একজন মানুষ অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক হিসেবে কাজ করেছেন দক্ষতার সঙ্গে। এর আগে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগ বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন। এই গুণী মানুষের আছে অসাধারণ লেখালেখির অভ্যাস । কর্মব্যস্ততার মাঝেও ইতিমধ্যে তার চারটি বই প্রকাশ হয়েছে। তার বইগুলো লুকানো সোনা । বোদ্ধা আলোচকদের মতে, তার বই বাংলাদেশে প্রকাশিত বাংলা প্রবন্ধ নিবন্ধ সাহিত্যের অমূল্য সম্পদ।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়