Ameen Qudir

Published:
2017-02-27 17:47:39 BdST

কিছুতেই চাই না বৃদ্ধাশ্রম


 

 

ডা. নাসিমুন নাহার ।
__________________________

আচ্ছা মা বাচ্চা কিভাবে হয় ?
-- আহ্ নাফ জিজ্ঞেস করল আমাকে।আজকাল অনেক প্রশ্ন তার মুখে।এ বয়সে এটাই স্বাভাবিক।
সে তার মায়ের সাথে বেশ শেয়ারিং টাইপের একটা বাচ্চা।তার একদম পিচ্চিবেলা থেকেই এটা আমি প্লান করে তাকে প্রাকটিস করিয়েছি।

--কারন আপনাকে যখন একাই সন্তানের বাবা এবং মা দুজনের ভূমিকা পালন করার মতো ব্যাখ্যাতীত কঠিন অবস্থাতে পড়তে হবে তখন আপনাকে হতে হবে "আস্ত একজন সুপার ম্যান"। চব্বিশ ঘণ্টা আপনাকে একটিভ রাখতে হবে নিজের প্রতিটা সেন্সকে এবং ধৈর্যের সাথে, দায়িত্বের সাথে, পরম মমতায়, শাসনে, আদরে, প্রশয়ে, নিজে বাচ্চার বয়সে নেমে এসে এবং খানিকটা কঠোরতার মধ্য দিয়ে এক একটা দিন সাজাতে হবে।প্রতিটি সকালই এক একটা নতুন দিন, নতুন চ্যালেঞ্জ আপনার জন্য-- জীবনের সর্বোচ্চটুকু দিয়ে সাজাতে হবে এক একটা দিন।

 

নিজের ক্যারিয়ার এবং বাচ্চা দুটোকেই সন্তানের মতো হ্যান্ডেল করতে হবে আপনাকে।মনে রাখবেন, আপনার ক্যারিয়ারের সাথে আপনার সন্তানের সামাজিক অবস্থান অনেকটাই জড়িয়ে থাকবে আমাদের সমাজে-- নিজের জীবন থেকে এটা জেনেছি।সিঙ্গেল মা/বাবা হলেও আপনার সামাজিক অবস্থান সন্তান কে অনেক অফেন্সিভ পরিস্থিতি থেকে নিরাপদ দূরত্বে রাখতে সক্ষম শুধুমাত্র একটা শক্ত ক্যারিয়ার ব্যাকগ্রাউন্ড যদি আপনার থাকে তাহলে।মাথায় রাখবেন যে সমাজে যে নিয়ম ! সুতরাং ক্যারিয়ার ইস্যুতে নো কম্প্রাইজ।কিভাবে কি ম্যানেজ করবেন তা ঠান্ডা মাথায় চিন্তা করে নিজে বের করবেন।

 

সন্তান জন্ম দেয়া একেবারেই কঠিন কোন কাজ না শারীরিক মানসিক ভাবে সুস্থ সবল কোন নারী পুরুষের জন্য।আপনি চান না চান স্বামী স্ত্রীর মধ্যে 'ঘটনাটা' ঘটে গেলেই বাচ্চা জন্ম দিতে পারবেন ।কিন্তু বাবা মা হতে চাইলে অবশ্যই অবশ্যই আপনাকে চর্চা করতে হবে, ভালোবাসতে হবে, সময় এবং জীবনের অনেক লোভ মোহ ত্যাগ করতে হবে সন্তানের স্বার্থে।আর এখানেই পশু এবং মানুষের মধ্যে পার্থক্য হয়ে আমরা হয়েছি আশরাফুল মাখলুকাত---সৃষ্টির শ্রেষ্ঠ জীব।

 

তবে এই ত্যাগটা অনেকে বিরক্ত হয়ে/ বাধ্য হয়ে/ ভুলের মাসুল হিসেবে করেন।ফলশ্রুতিতে বাবা মায়ের সাথে সন্তানের অলিখিত একটা দূরত্ব নিজেদের অজান্তেই তৈরি হয়ে যায়।এই ইস্যুতে একটা কথা মাথায় রাখা খুব জরুরী--- সন্তানের জন্মে সন্তানের কোন ভূমিকা কিছুতেই নাই।পুরোটাই আপনার আর আপনার পার্টনারের ভূমিকা এবং সৃষ্টিকর্তার ইশারা ছিল।
সুতরাং 'এক্সিডেন্ট' নামক হাস্যকর শব্দে আটকে যাবেন না প্লিজ, অনেকেই দেখি বলে--- এখন বাচ্চা নেবার কোন প্ল্যান ছিল না ডাক্তার। এক্সিডেন্টলি কনসিভ করে ফেলছি।আমার জীবনে শোনা সবথেকে বিরক্তিকর ন্যাকা কথা এটি।মনে রাখবেন--সন্তান কোন ট্রান্সপোর্ট বা রাস্তা না যে সড়ক দুর্ঘটনায় তার জন্ম হবে !

 

আমাদের জেনারেশনের বেশিরভাগ আব্বু আম্মু বন্ধু কম, অভিভাবক বেশি ছিলেন বলে আমার ধারণা, তাদের প্রতি সম্মান আর ভালোবাসা রেখেই বলছি।ফলে আমরা জীবনের অনেক কিছুই সময় মতো তাদের সাথে শেয়ার করতে ভয় পেতাম।কিন্তু বাবা মা তো আসলে ভয়ের কিছু না।বকা দিক, মাইর দিক আর যাই দিক আব্বু আম্মুর মতো কেউ হয়না। তাই শিশুবেলা থেকেই বাবা মা হবার পাশাপাশি সন্তানের বন্ধু হবারও দরকার আছে বলে আমার মনে হয়।

 

আমার আহু খুব সহজেই আমাকে জিজ্ঞেস করতে পারে--- আচ্ছা মা স্কুলের গার্লস কমনরুমে ডায়াপার(ওটা আসলে স্যানিটারি ন্যাপকিন) কেন রাখা হয় ? অথবা টিভিতে আসল পুরুষের এড দেখে সে দৌড়ে এসে আমাকে বলেছিল-- মা ,মা তাহলে কি পুরুষ দু প্রকার ---- আসল আর নকল !!?
আসলে এখন এই যুগে মিডিয়া, গ্যাজেট এত ফাস্ট ট্র্যাকে চলছে যে অনেক শব্দ বয়সের আগেই শিশুদের কানে ঢুকে যাচ্ছে।সুতরাং শব্দগুলোর একটা মানানসই ব্যাখ্যা আমাদেরকে মানে বাবা মা কেই দিতে তো হবে। স্মার্ট গল্লু মল্লুদের স্মার্ট বাবা মা হওয়া উচিত আমাদের ! তাই না ?

বাবা মা একটা ফুল টাইপ জব।যত্নের সাথে তা পালন করুন।দেখবেন ছোটবেলার এই যে মুঠো মুঠো বিলানো অপার্থিব ভালোবাসা সন্তান কখনও ভুলে যাবে না।বৃদ্ধবয়সে সন্তানেরা ঠিক শিশুর মতো করে ভালোবাসায় সিক্ত করবে আমাদের।একদিন আমাদের দেশে একটাও বৃদ্ধাশ্রম থাকবে না..........প্রতিটি ঘরে আমরা আজকের তরুন তরুনী বাবা মায়েরা সন্তানের সাথে, পরবর্তী প্রজন্মের সাথে-- নিজের রক্তের সাথে মমতাময় শেষদিনগুলো কাটাব; সন্তানের বুকে শেষ নিঃশ্বাস ত্যাগ করব ।

________________________________

 

লেখক ডা. নাসিমুন নাহার । দেশের জনপ্রিয় কলাম লেখক।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়