Ameen Qudir

Published:
2017-02-27 03:13:38 BdST

ডাক্তার ও ডাক্তারী নিয়ে খেলা : বাংলা'র কেস স্টাডিতে শেখার আছে অনেককিছু




ডা. সিদ্ধার্থ মুখোপাধ্যায়

______________________________


এখানেই আসল খেলা। বাম সরকারের দ্বিতীয় বা তৃতীয় দফা থেকে বা নব্বই থেকেই একটি ভুল সিদ্ধান্ত নিলেন মহামহিম বসু মহাশয়।


তিনি চিকিৎসক -- শিক্ষক ও
চিকিৎসক -- অশিক্ষক দের দু ভাগে ভাগ করলেন।

প্রথম ভাগ হয়ে গেল, কঠোর ভাবে নন প্রাকটিসিং, দ্বিতীয় ভাগ প্রাকটিসিং।


স্বভাবতই আমাদের নামী শিক্ষক রা হয়ে গেলেন ব্রাত্য, তাঁরা যোগ দিলেন মেডিকেল কলেজ ছাড়া অন্য হাসপাতালে, যেখানে প্রাকটিস করা যাবে।

ধীরে ধীরে শিক্ষাদানের মান খারাপ হতে আরম্ভ করলো সরকারি হাসপাতাল গুলি তে। এর সঙ্গেই উন্মুক্ত করে দেওয়া হলো বেসরকারি হাসপাতালে লগ্নীর পথ।


ই এম বাইপাস কার্যত হয়ে গেল কর্পোরেট হুসপিটাল রোড। এবারে যে ডাক্তার বাবুরা শিক্ষক হিসেবে ব্রাত্য তাঁরাই এসে হাল ধরলেন এই নতুন ঝাঁ চকচকে হাসপাতাল গুলির।

আর সরকারি হাসপাতালে আবশ্যিক হাউস স্টাফ শিপ উঠে গিয়ে আরো কেলেঙ্কারী হলো। বিশাল বিরামহীন অরাজকতা চালু হলো সরকারি হাসপাতালে। সেজন্যেই সাধারণ মানুষ খুব আতান্তরে না পড়লে আর সরকারি হাসপাতাল মুখো হতে চাইলো না আদৌ।

২..

ছোট খাটো নার্সিং হোম প্রায় বেঁচেই আছে ধাত্রীবিশেষজ্ঞ এবং স্ত্রী রোগবিশেষজ্ঞ দের ওপর।

সার্জারি তে এমনটি হওয়া মুশকিল বড়। কারণ আপনার পেটে অসহ্য, বারবার ব্যথা হলে তবেই ব্যথাতুর আপনি সার্জেন এর কাছে যাবেন। তিনি যদিও বলেন আপেন্ডিসাইটিস, কি গল ব্লাডার কি কিডনি ব্যথার কারণ, আপনি তবু দ্বিতীয় মত টি নিতে পারবেন, বেঁচে থাকলে এবং অপরেশিত না হয়ে গেলে।


ধাত্রী বিশারদ এর কাছে, গর্ভবতী মহিলা দের এর সু্যোগ নেইকো। প্রথম থেকে দেখাচ্ছেন কিনা, মানে অন্ত:স্বত্বা হওয়ার পর থেকেই, তাঁদের অগাধ অটল অনড় বিশ্বাস, ওই অভিজ্ঞ ডাক্তারবাবু র ওপরে।

তিনি যাহাই বলিবেন, ইত্যাদি ইত্যাদি।


শরীরের ওই অবস্থায় দ্বিতীয় মত নেওয়াটাও বড় মুশকিলের।


কিছু হোলিয়ার দ্যান দাউ ডাক্তার বাবুর এমত আচরণ ই অপরদিকে সিজারিয়ান এর মূল কারণ।

উলুবেড়িয়া র মতো ছোট্ট মহকুমা শহরে একটি সরকারি এবং একটি ই এস আই হাসপাতাল থাকলেও, আছে মাত্র খান ৩০ নারসিং হোম আর সবকটি চলছে রমরমিয়ে, প্রধান লাভের জায়গা হলো অস্ত্রোপচার।

 

তার মধ্যে সিজারিয়ান শীর্ষে। আবার স্ত্রী রোগ বিশেষজ্ঞ রা হামেশাই নিদান দেন, রজ:স্রাব অনিয়মিত বা প্রভূত হলে পত্রপাঠ জরায়ুটিকে নিকেশ করে দেওয়ার।


এতে নাকি ভবিষ্যতে কর্কট রোগের সম্ভাবনা ভ্যানিশ হয়ে যাবে। রোগিণীরা আর কি করবেন, বিশেষজ্ঞ ডাক্তার যা বলছেন ভালোর জন্যই তো বলছেন বলুন। এনাদেরি কেউ কেউ শহরের পাঁচতারা হাসপাতালে ভর্তি হয়ে লাইপোমা বা আঁচিল বা অপারেশানের গল্প লেখেন ফেসবুকে। কি মহৎ আর কি মহান এঁনারা। কড়ি সে কড়ি শব্দে এঁনারা ডাক্তার হয়েও ডাক্তারির নামে পাঁচতারা হাসপাতালের ভূয়সী নিন্দা করেন এবং প্রশংসিত হন। অহো কি মহান এনারা।

_____________________________

 

লেখক ডা. সিদ্ধার্থ মুখোপাধ্যায় । কলকাতার প্রখ্যাত লোকসেবী চিকিৎসক। সুলেখক । কবি।

Diabetes & Endocrinology Consultant
M.D. at University of Madras । প্রাক্তন :
Calcutta National Medical College and Madras Medical College (MMC)

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়