ডা শাহাদাত হোসেন

Published:
2022-06-26 21:14:35 BdST

দেশে পরবাসে গৌরবের দুই সেতু


লেখকের স্বদেশের পদ্মা সেতু ও প্রবাসের Confederation Bridge

 

ডা. মোহাম্মদ মহিউদ্দিন
কানাডা থেকে
________________


দেশে পরবাসে সেতু ।
দেশেঃ
আমাদের আছে পদ্মা সেতু । যার দৈর্ঘ ৬ঃ১৫ কিলোমিটার।পদ্মা সেতু তৈরীতে খরচ হয়েছে ৩.৮৬ বিলিয়ন ডলার।এই সেতু বাংলাদেশ এর দক্ষিন অন্চল এর ২১ টি জেলার লোকের উন্নতি তো হবেই সাথে সাথে জিডিপিও বাড়বে।পদ্মা সেতু তে রেল লাইন ও থাকবে।পদ্মা সেতুতে প্রাইভেট কার এর টোল ৭৫০ টাকা ও মোটর সাইকেল এর টোল ১০০ টাকা। আমাদের দেশের জন্য পদ্মা সেতু একটি মর্যাদাপূর্ণ স্থাপনা।
পরবাসেঃ
কানাডায় আছে সবচেয়ে লম্বা সেতু Confederation Bridge.দৈর্ঘ ১২. ৯ কিলোমিটার(৮ মাইল)।এই সেতুটি Prince Edward Island কে সড়ক পথে যুক্ত করেছে NewBrunswick Province এর সাথে ১৯৯৭ সালে। Confederation Bridge টি বরফ আচ্ছাদিত Gulf of Saint Lawrence এর পানির উপর অবস্থিত।এই সেতু নির্মাণ এ খরচ হয়েছে প্রায় ১ বিলিয়ন ডলার।এই সেতু হওয়ার পর Prince Edward Island এর Tourisim business 63% বেড়েছে।Confederation Bridge টি ২ লেইন এর।যাওয়া আসার জন্য প্রাইভেট কার এর জন্য টোল দিতে হয় ৫০ ডলার।মোটর সাইকেল এর জন্য ২০ ডলার।
#

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়