ডা শাহাদাত হোসেন
Published:2022-04-28 18:25:43 BdST
৪-৭২ ঘন্টার ফাস্টিং টাইমলাইন :কত ঘন্টা উপবাস করলে কতটা উপকার পাবেন , দেখে নিন
বিজ্ঞানী ইয়োশিনোরি ওহশোমি : অটোফেজি
ডাক্তার প্রতিদিন
_______________________________
৪-৭২ ঘন্টার ফাস্টিং টাইমলাইন :কত ঘন্টা উপবাস করলে কতটা উপকার পাবেন , দেখে নিন। অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী "ফাস্টিং টাইমলাইন" শিরনামের এক লেখায় জানিয়েছেন সেই কল্যাণী ফাস্টিং স্কেল। তিনি লিখেছেন,
৪-৮ ঘণ্টা রক্তের সুগার নেমে আসে
১২ ঘণ্টা হিউম্যান গ্রোথ হরমোন বাড়ে
১৬ ঘণ্টা মেদ দহন শুরু
১৮-২০ ঘণ্টা অটোফেজি শুরু
৩৬ ঘণ্টা অটোফেজি বাড়ে ৩০০%
৪৮ ঘণ্টা হিউম্যান গ্রোথ হরমোন বাড়ে ৫০০%
৫৪ ঘণ্টা ইন্সুলিন সংবেদ্যেতা বাড়ে
৭২ ঘণ্টা অটো ফেজি তুঙ্গে।
অটোফেজি হল দেহের অপ্রয়োজনীয় বস্তু বা নষ্ট কোষদের দেহ কোষ পরিষ্কার করা , আত্ম ভক্ষন এ এক প্রাকৃতিক প্রক্রিয়া যার মাধ্যমে দেহ কোষ মধ্যকার অপ্রয়োজনীয় বা অকার্যকর উপাদান গুলো অপসারিত করে।
অটোফেজি সম্পর্কে বিস্তারিত যারা পড়তে ও জানতে আগ্রহী, তারা নিচের লিঙ্কগুলো খুলে সবিস্তারে জেনে নিতে পারবেন।
লিঙ্ক ১
লিঙ্ক ২:
আপনার মতামত দিন: