SAHA ANTAR

Published:
2022-04-27 09:06:37 BdST

বিশ্বের সর্বাধিক রোগি সেবাকারী টপ টেন হাসপাতাল বিশ্বের সর্বাধিক রোগী সেবাদানকারী টপ টেন হাসপাতাল তালিকায় স্থান পাচ্ছে বিএসএমএমইউ
অন্তর সাহা
________________________

বিশ্বের সর্বাধিক সংখ্যক রোগিকে সেবাদানকারী টপ টেন হাসপাতাল তালিকায় ১০ নম্বরে আছে গুজরাটের আমেদাবাদ সিভিল হাসপাতাল। ২০ ১৯ সালে নতুন আরও ১২০০ বেড যোগ করে হাসাপাতালটি ২৮০০ বেডের হয়। ঢুকে যায় বিশ্বের সর্বাধিক মানুষকে সেবাদানকারী টপ টেন তালিকায়।

এ লেখায় বিশ্বের সর্বাধিক সংখ্যক রোগিকে সেবাদানকারী টপ টেন হাসপাতালগুলোর বিবরণ দেয়া হল।


মে মাসেই চালু হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইাজড হাসপাতাল। এটা চালু হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ৩০০০ বেডের হাসপাতালে পরিনত হবে। বিশ্বের সর্বাধিক রোগিকে সেবাদানকারী টপ টেন তালিকায় স্হান করে নেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়।বিএসএমএমউর উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ সম্প্রতি জানিয়েছেন,

সারাবিশ্বে মাত্র ৪টি হাসপাতাল আছে ৩ হাজার বেডের হাসপাতাল। সুপার স্পেশালাইাজড চালু হলে আমাদেরটিও হবে ৩ হাজার বেডের হাসপাতাল। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ৫ হাজার বেডের করার পরিকল্পনা রয়েছে।
নিন্দুকদের কাছে অবিশ্বাস্য হলেও সত্য,
তখন ঢাকা মেডিকেল হবে বিশ্বের টপ সর্বাধিক রোগিকে সেবাদানকারী দ্বিতীয় বৃহত্তম হাসপাতাল। আসুন টপ টেন বাকি ৯টি হাসপাতাল সম্পর্কে জেনে নিই।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠান হেল্থকেয়ার -এর কাছে পাওয়া যায় বিশ্বের সর্বাধিক রোগিকে সেবাদানকারী টপ টেন হাসপাতাল তালিকা।

৯ নম্বর ----
এই তালিকায় ৯ নম্বরে রয়েছে তাইপে ভেটারানস জেনারেল হাসপাতাল। ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত। বেড সংখ্যা ৩০০০।

৮ নম্বর -----

৮ নম্বরে আছে কেরালার কোঝিকোড়ের সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল। এটা কালিকট মেডিকেল কলেজ হিসেবেও জগতবিখ্যাত। কেরালা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে থাকা কালিকট মেডিকেল কলেজ মানসিক বিদ্যা শিক্ষায় জগতসেরা। সারা ভারতের মধ্যে সর্বাধিক রোগী সেবী এই হাসপাতাল। বেড সংখ্যা ৩০০০ ।

৭ নম্বর----
৭ নম্বরে আছে জোহানেসবার্গের ক্রিস হানি বারাগনাথ হাসপাতাল। দক্ষিণ আফ্রিকার হাসপাতালটিতে রয়েছে ৩৪০০ বেড।

৬ নম্বর ----
ন্যশনাল হাসপাতাল অব শ্রী লংকা। কলম্বোর এই হাসপাতাল ১৮৬৪ সালে প্রতিষ্ঠিত। বেডসংখ্যা ৩৪০৪। ক্যাথলিক নান পরিচালিত এই হাসপাতাল জগত সেরার একটি।

৫ নম্বর-----

ক্লিনিকাল সেন্টার অব সার্বিয়া । বেড সংখ্যা ৩৫০০ । এটা সারা ই্ওরোপের মধ্যে একমাত্র সর্বাধিক রোগী সেবী এই হাসপাতাল।


৪ নম্বর ---
টার্কির আংকারা বিলকেন্ট সিটি হাসপাতাল। ২০১৯ এ প্রতিষ্ঠিত। বেড সংখ্যা ৩৮০০ ।


৩ নম্বর----
তাইওয়ানের লিংকোও চ্যাঙ গুং মেমোরিয়াল হাসপাতাল। বেড সংখ্যা ৪০০০।

২ নম্বর -----
ওয়েস্ট চায়না মেডিকেল সেন্টার। ১৯১০ সালে খ্রীস্টান মিশনারীরা এটা প্রতিষ্ঠা করেন। বেড সংখ্যা ৪৩০০।


১ নম্বর ------
বিশ্বের সর্বাধিক রোগিকে সেবাদানকারী
১ নম্বর হাসপাতাল হল ফার্স্ট এফিলিয়েটেড হসপিটাল অব জেংঝু। এটার বেড সংখ্যা ৭০০০ ।

 

https://fb.watch/cHayH_9JF-/

https://fb.watch/cHayH_9JF-/

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়