Ameen Qudir

Published:
2017-02-20 05:44:12 BdST

ময়মনসিংহ , রাজশাহী, রংপুর, সিলেট, বরিশালে ডাক্তারদের রক্তে হাসপাতালগুলি রঞ্জিত !



 

অধ্যাপক ডা নোমান চৌধুরী
______________________________

 

বঙ্গবন্ধু বলেছিলেন, "আমি প্রধান মন্ত্রীত্ব চাই না, আমি এদেশের মানুষের অধিকার চাই"


সেই ন্যায্য কথার সঙ্গে সুর মিলিয়ে বলছি,
আমরা নেতা হতে চাই না। এদেশের চিকিৎসক দের অধিকার চাই !
কি অপরাধ করেছিল আমার কোমলমতি নবীন ডাক্তারদের ।
আজ ময়মনসিংহ , রাজশাহী, রংপুর, সিলেট, বরিশালে আমার চিকিৎসক-ভাইদের রক্তে হাসপাতালগুলি রঞ্জিত!
কি অন্যায় করেছে আমার ডাক্তার ভাইয়েরা। দিনের পর দিন তাদের উপর অবহেলার মিথ্যা অপবাদ দিয়ে যখন তখন হামলা করা হচ্ছে।


"বংগবন্ধু কন্যা" আপনি দেখে যান, চিকিৎসা দিতে গিয়ে ডাক্তাররা যখন- তখন মার খাচ্ছে! কিভাবে আমার ডাক্তাররা লাঞ্চিত হচ্ছে।

 

রক্তের দাগ এখনও মুছে নাই, প্রতিদিনই আমার লোকেদের (ডা:) উপর হামলা করা হচ্ছে। এ অবস্থা বরদাস্ত করা যায় না।

 

ভাল হবে না। সাবধান হয়ে যান, এখনও সময় আছে। চিকিৎসক দের নিরাপত্তা নিশ্চিত করুন। নইলে এদেশের চিকিৎসক সমাজ বসে থাকবে না।
:: প্রতিটি হাসপাতালে প্রতিরোধ গড়ে তোলা হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল ধরণের চিকিৎসা বন্ধ করে দেয়া হবে। কোন ডা: রোগীর গায়ে হাত দিবে না।


প্রত্যেকটি উপজেলা হাসপাতালে, ইউনিয়ন সাবসেন্টারে, জেলা হাসপাতালে, মেডিকেল কলেজ হাস্পাতালে, প্রত্যকটি প্রাইভেট ক্লিনিক ও হাসপাতালে কমিটি করে প্রতিরোধ গড়ে তোল।

আর যদি ডাক্তারদের উপর একটা হামলা চলে, আর যদি আমাদের ডাক্তারদের উপর নির্যাতন চলে, তবে সকল ডাক্তারদের উপর আমার অনুরোধ রইল " আপনারা চিকিৎসকরা কেউ কোন রোগীর চিকিৎসা দেবেন না"! কাল থেকে সকল প্রকার সরকারী, প্রাইভেট চিকিৎসা বন্ধ করে দেয়া হবে !!
:: এবারের সংগ্রাম চিকিৎসক দের নিরাপদ কর্মস্থলের সংগ্রাম।
:: এবারের সংগ্রাম আমাদের ডাক্তারদের স্বাধীনভাবে পেশার অধিকার আদায়ের সংগ্রাম।!!

"" জয় বাংলা, জয় বংগবন্ধু,
জয় হোক নির্যাতিত লাঞ্চিত নিপিড়িত চিকিৎসক দের!! "

______________________________

অধ্যাপক ডা নোমান চৌধুরী । দেশের প্রখ্যাত লোকসেবী চিকিৎসক। ডাক্তারদের ন্যায্য স্বার্থরক্ষায় সদা জাগ্রত কন্ঠ।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়