Ameen Qudir

Published:
2017-02-20 04:13:17 BdST

ময়মনসিংহের রক্তাক্ত চিকিৎসক রাষ্ট্র ও নেতাদের নীরবতার দিকে তাকিয়ে



 

ডা. বাহারুল আলম
________________________


এ মুহূর্তে ময়মনসিংহের সকল চিকিৎসককে জেগে ওঠার আহ্বান জানাচ্ছি রাজপথ, কর্মস্থল ও রাজপ্রাসাদে। এ জেগে ওঠা যেন তীব্র আঘাত করে। সভা কম, কর্মসূচী বেশী এবং তা কঠোর ও কঠিন ।

চিকিৎসকদের কর্মস্থল ও পেশাগত নিরাপত্তার প্রয়োজন ও চাহিদার সাথে তাদের সংক্ষুব্ধতা ও প্রতিবাদের কোন মিল নাই। চিকিৎসক সম্প্রদায় অপেক্ষা করছে নির্যাতনের মাত্রা আরও তীব্র হলে তারা প্রতিবাদ করবে। তাদের যা কিছু ছিল একেবারেই শেষ হয়ে গেছে আর কিছুই বাকি নাই! মৃতপ্রায় !

নেতারাও নেতৃত্বের রূপ ধারণ করে প্রতিকার প্রতিবাদ ও আন্দোলনে চিকিৎসকদের প্রণোদনা দেয় না। ফলে দ্বৈত নিষ্ক্রিয়তার যাঁতাকলে পিষ্ট চিকিৎসকরা । তার একটি স্বীয়, অপরটি নেতৃত্বের।

আর রাষ্ট্র ? যারা চিকিৎসা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছে এবং চিকিৎসকদের দায়িত্ব পালনের জন্য নিয়োগ দিয়ে মহা নিরাপদে আছে। চিকিৎসকদের নীরবতা ও রাষ্ট্রের নীরবতা একাকার হয়ে গেছে ! ময়মনসিংহের রক্তাক্ত চিকিৎসক এ নীরবতার দিকে তাকিয়ে আছে। এ নীরবতা ভঙ্গ না হওয়া পর্যন্ত চিকিৎসকরা মাইর খেতেই থাকবে, তাদের নিস্তার নাই।
সংগ্রামী আহ্বান......... অধিকার আদায়ের জন্য সংগ্রাম নিরন্তর।

__________________________


ডা. বাহারুল আলম । লোকসেবী প্রখ্যাত চিরসংগ্রামী পেশাজীবী নেতা । সুলেখক। সুবক্তা।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়