Ameen Qudir

Published:
2017-02-19 15:54:23 BdST

স্বাস্থ্যনীতি আইন নিয়ে আপনার মতামত তুলে ধরুন : এখনই সময়


 

ডা.শিরিন সাবিহা তন্বী
_________________________

দশের লাঠি।একের বোঝা।।
যেহেতু স্বাস্থ্যনীতি আইন বা স্বাস্থ্য সুরক্ষা আইন - ২০১৭,প্রনীত হলে সকল চিকিৎসকের জীবনেই এক সংকটময় অধ্যায় রচিত হবার সমূহ আশঙ্কা ।

তাই এই আইনের পক্ষে বিপক্ষে আপনার যুক্তি তর্ক মতামত তূলে ধরবার দায়িত্ব কিছুটা আপনার।
স্বাস্থ্যমন্ত্রীর সাথে বিএমএ মহাসচিব এহতেশামুল স্যার ইসি বৃন্দকে সাথে নিয়ে মিটিং করেছেন।।বিএমএ র ওয়েব সাইট থেকে চাইলে ই আপনি স্যারের বক্তব্য দেখে নিতে পারেন।
পরবর্তী মিটিং সব জেলার সব বিএমএ সভাপতি এবং সম্পাদকদের সাথে।
এইটাই সুযোগ।।

আপনি দেশের যে কোনেই অবস্থান করুন না কেন।আপনার নেতাকে আপনার সমস্যা,সমাধানের উপায় এবং আইনের বিতর্কিত দিক তুলে ধরতে উদ্ধুদ্ধ করার এটাই শেষ সময়।
যারা মনে করছেন ভোট দিয়ে নির্বাচিত করেই দায়িত্ব শেষ।তাদের অনুরোধ করছি।নিজ নিজ জেলার নেতৃবৃন্দকে পুশ করুন।তারা যদি আইনের কালো দিক গুলো চমৎকার ভাবে তুলে ধরতে পারেন !!
এই আইন প্রনয়ন রদ হতে পারে বা পরিবর্তিত হতে পারে চিকিৎসক সুরক্ষা আইনে।।
নিজেদের স্বার্থ,সম্মান অধিকারের জন্য,,পরিবারের সুখ সমৃদ্ধি আর ভবিষ্যতের জন্য এইটুকু ও কি আমরা করতে পারব না?
_______________________________

ডা.শিরিন সাবিহা তন্বী । দেশের জনপ্রিয় কলামিস্ট। প্রতিভাবান কথাশিল্পী। মেডিকেল অফিসার, শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। পেশাজীবী নেতা।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়