Dr.Liakat Ali

Published:
2022-02-14 12:09:51 BdST

ডা. সাজেদুর রেজা ফারুকী: কাটা হাত জোড়া লাগানোর কারিগর


 

ডেস্ক 

_________

ডা. সাজেদুর রেজা ফারুকী: কাটা হাত জোড়া লাগানোর কারিগর। তাঁর দক্ষ হাতের অস্ত্রোপচারে নতুন জীবন নিয়ে স্বাভাবিক সুস্থ জীবনে ফিরেছে অনেক রোগী। বাংলাদেশের সুদক্ষ অর্থপেডিক সার্জনদের মধ্যে তাঁর নাম অগ্রগন্য।  

তাঁর বিষয়ে এক লেখায়

ডা. সাজ্জাদ হোসেন
সিএমসি২৯, জানান 
____________
আমার বন্ধু ডাঃ সাজেদুর রেজা ফারুকী।
রকি নামে বন্ধু মহলে জনপ্রিয়।
cmc 29 th.
এসোসিয়েট প্রফেসর নিটোর,
অর্থপেডিক সার্জন।
মোটাসোটা,
একটু আলাভোলা,
কাজ পেলে সব কিছু যান ভুলে।।
কাজ শিখতে চলে যান ভারত, ইউরোপ আমেরিকা
তেমন একটা কাজ পেয়েছেন গত তিনদিন আগে।।
একটা ছেলের হাত কাটা গেছে ধানকাটার যন্ত্রে।।
ওর বাড়ি ঝিনাইদহ।।
সেখান থেকে ডাক্তাররা রেফার করলো যশোরে।
যশোরের ওরা বলল ওদের এরকম হাত ঠিক করার মত সার্জন নেই।। তাছাড়া এগারো ঘন্টা পার হয়ে গেছে,
কে একজন বন্ধু র খবর দিল।
ওরা কেমনে কেমনে প্লেনে করে আনল তাকে।
সনধা ছটায়,পৌছুল ঢাকায়,
কিন্তু এয়ারপোর্টে থেকে ঢাকার মোহাম্মদ

পুর আসতে লাগল রাত দশটা।
সঙ্গে সঙ্গে টিম রেডি।
কাজ শুরু করলো টিম ফারুকী।
অনেক সময় নিয়ে অপারেশন টা হলো।
সম্ভবত দশঘন্টার।
রোগীটার হাত এখন ভাল আছে।
আপনারা সবাই দোয়া করবেন ছেলেটির জন্য।
সেই সাথে লাল গালিচা অভিবাদন জানাই টিম ফারুকী র টিমের মেম্বারদের জন্য।

 

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়