Dr.Liakat Ali

Published:
2022-02-02 23:08:44 BdST

কর্মরত ২৬ চিকিৎসককে স্থায়ী করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়, ৩২ চিকিৎসকের প্রেষণ মঞ্জুর



সংবাদ দাতা
________

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে কর্মরত ২৬ চিকিৎসককে চাকরিতে স্থায়ী করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক।
৩২ চিকিৎসক এর প্রেষণ আবেদন গৃহীত হয়েছে।
মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পৃথক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।
চাকুরী স্থায়ীর প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন ২৬ জন চিকিৎসক কর্মকর্তার চাকরি তাদের চাকরিতে প্রথম যোগদানের তারিখ হকে স্থায়ী করা হলো’।

‘রাষ্ট্রপতির আদেশক্রমে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হলো’, বলা হয় প্রজ্ঞাপনে।

আদেশের অনুলিপি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব ও সচিবের একান্ত সচিব, বিভিন্ন মেডিকেলের অধ্যক্ষ ও পরিচালক, বিভাগীয় পরিচালকসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

৩২ চিকিৎসক এর প্রেষণ গৃহীত

দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত ৩২ চিকিৎসককে উচ্চশিক্ষা গ্রহণে প্রেষণ গৃহীত করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘নিম্নবর্ণিত চিকিৎসকরা তাদের নামের পাশে বর্ণিত কোর্সে ও মেয়াদে অধ্যয়নের জন্য নিম্নোক্ত শর্তে নির্দেশক্রমে প্রেষণ মঞ্জুর করা হলো।’

এতে আরও বলা হয়েছে, ‘প্রেষণকালে সংশ্লিষ্ট চিকিৎসকরা চিকিৎসা সেবা অব্যাহত রাখবেন। তারা করোনা রোগের চিকিৎসায় দায়িত্বপ্রাপ্ত থাকলে দায়িত্ব পালনের পর কিংবা স্থানীয় নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ কর্তৃক করোনা রোগের চিকিৎসা কার্যক্রম ব্যাহত হবে না, মর্মে প্রত্যয়ন ও ছাড়পত্র গ্রহণ সাপেক্ষে কোর্সে যোগদান করবেন। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচাল প্রত্যয়ন গ্রহণ নিশ্চিত করবেন।’

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘প্রেষণকালীন তাদের স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসাবে নিয়োগ করা হবে। এ সময়ের জন্য তারা স্বাস্থ্য অধিদপ্তর থেকে বেতন ভাতাদি গ্রহণ করবেন। চিকিৎসকরা স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএসে বিধিমোতাবেক মুভ-ইন ও মুভ-আউট হবেন।’

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (একাডেমিক) ও রেজিস্ট্রারসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়