Dr. Aminul Islam

Published:
2022-01-14 06:57:05 BdST

সহকারী পরিচালক হিসেবে পদোন্নতি পেলেন ১৯১ চিকিৎসক:সম্পূর্ণ তালিকা


 

সংবাদ দাতা
_______________

বাংলাদেশের বিভিন্ন স্বাস্থ্যপ্রতিষ্ঠানে কর্মরত ১৯১ চিকিৎসককে সহকারী পরিচালক হিসেবে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

আজ বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশক্রমে বিসিএস স্বাস্থ্য ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসের নিম্নবর্ণিত ১৯১ জন চিকিৎসককে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর পঞ্চম গ্রেডে   ৪৩০০০-৬৯৮৫০ টাকা বেতন ক্রমে  সহকারী পরিচালক পদে পদোন্নতি প্রদান করা হলো।’

পদোন্নতি পাওয়া ১৯১ চিকিৎসককে অভিনন্দন জানিয়েছেন ডাক্তার প্রতিদিন সম্পাদক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিভাগের প্রফেসর ডা সুলতানা আলগিন। তিনি বলেন, তাঁদের দক্ষ কাজে হাসপাতালগুলো মানব সেবায় উত্তরোত্তর উন্নতি লাভ করবে বলে আশা করি।

 

প্রজ্ঞাপনটির লিঙ্ক ও পুরো তালিকা 

https://drive.google.com/file/d/1jWU0taS3qsSMpfqihFdBNRKb8FsWaF-j/view?usp=drivesdk

 

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়