Ameen Qudir

Published:
2017-02-16 15:33:51 BdST

ডাক্তারদের জীবন অতিষ্ট করতে অত্যাচারী আইন !


 

ডা.শিরিন সাবিহা তন্বী
__________________________

দিনরাত ভাবি।
দুঃস্বপ্ন নয় তো?
সত্যি ই কি সামনে এমন দিন ই অপেক্ষা করছে?
স্বাস্থ্যসেবায় অনন্য সফলতার দেশ বাংলাদেশ।সমগ্র বিশ্ব সে স্বীকৃতি দিতে কার্পন্য ও করেনি।বার বার প্রিয় প্রধানমন্ত্রী স্বাস্থ্য সেবায় লক্ষ্যমাত্রা অর্জনের দরূন পুরষ্কৃত হয়েছেন।


অবকাঠামোগত উন্নয়ন নাই,চতুর্থ শ্রেনী নিয়োগ নাই,তৃতীয় চতুর্থ শ্রেনীর বদলী নাই,দালালদের দৌরাত্ম,নিম্ন মানের ঔষধ সরবরাহ আরো কত শত সমস্যা।কোনকিছুই দমিয়ে রাখতে পারছিল না বাংলাদেশের ডাক্তারদের।ধারন ক্ষমতার তিনগুন চারগুন রুগী হাসপাতালে ভর্তি হলেও সেবা পেত ঠিকঠাক।


প্রশাসন ক্যাডার চাকরী কম আর ভাওতাবাজি বেশী করছে আজকাল।বিশেষত কোন নির্দিষ্ট কাজ তাদের নেই।শত শত কমিটির প্রধান হয়ে রঙ্গলীলাময় জীবন কাটাতে এদের কর্তাগন অনেকেই তৈরী করেছে সিটিজেন জার্নালিষ্ট।দিন রাত ভর এই উৎসব সেই উৎসব ফটোসেশন,নৌবিহার বনবিহার শেষে এরা সকলে মিলে চড়াও হচ্ছে হাসপাতালের উপর।

 

রাষ্ট্র সকল রুগীকে বিছানা দিতে পারছে না।ডাক্তার বিশ বিছানার ওয়ার্ডে একশ জন ভর্তি হলে পাঁচ গুন পরিশ্রম করছে।আর ঐ সব ক্ষমতালোভী প্রসাশন ক্যাডারের ছত্রছায়ায় লালিত এই বুদ্ধুগন ঐ ফ্লোরের রুগীর ছবি তুলে পেজ গুলোতে শেয়ার করে চিকিৎসককে তুলো ধুনো করছে।


জেলা প্রশাসক গন এই ধুলো খেলায় মেতে উঠে সব অফিসের ঘুষ দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে পৃষ্ঠপোষকতা দিচ্ছে আর ডাক্তার রুগীদের এবং সাধারন মানুষের সম্মুখ যুদ্ধে নামিয়ে দিচ্ছে।


যখন সরকারী বেসরকারী উদ্দ্যোগে এই দেশেই হার্টের এবং ব্রেইনের বড় বড় সব অপারেশন সম্ভব,তখন ক্ষতিগ্রস্থ হেল্থ ট্যুরিজম কিছু সাংবাদিককে এজেন্ট হিসেবে নিয়োগ করেছে।তারা ঐসকল বিদেশী হাসপাতালের সাথে নিমক হারামী করেনি।করেছে বাংলাদেশের সাথে।অতি ধীরে ধীরে বাংলাদেশের পত্রিকায় বাংলাদেশের ডাক্তারদের বিরুদ্ধে লিখে লিখে হুজুগে বাঙ্গালীকে ক্ষেপিয়ে তুলেছে।এ দেশের স্বাস্থ্য বা ঔষধ ব্যবসায় জড়িত গন ও তাদের মিডিয়াতে এই নোংরামি চলতে দিয়েছেন অবলীলায়।


ফল হয়েছে সুদূরপ্রসারী।অনিয়ন্ত্রিত মানহীন প্রায় শত খানা মেডিকেল কলেজ ধেকে বের হওয়া ডাক্তাররা বেকার ডাক্তারের সংখ্যাটাকে গত কয়েক বছরে কয়েক গুন হয়ে গেছে।অবৈতনিক ডাক্তার,কম বেতনে ডাক্তার এই পেশাটাকেই ছোট করছে দিন দিন।সরকারী এবং বেসরকারী মেডিকেলে ভর্তির যোগ্যতার মাফকাঠির পার্থক্য নষ্ট করেছে ডাক্তারদের সম্ভ্রম।


কঠিন তো দূর,মিনিমাম দায়িত্বশীল নেতৃত্বের অভাব রাজনীতিবিদদের প্রলুব্ধ করেছে ভোটের বানিজ্যে ডাক্তারদের ব্যবহার করার হীনতায়।
পরে পরে মার খাচ্ছে ডাক্তার।গলা ফাটিয়ে চিৎকার করে বলছি,ডাক্তার সুরক্ষা আইন চাই।
তৈরী হচ্ছে ডাক্তারদের জীবন অতিষ্ট করা অত্যাচারী আইন।


নিজের অধিকার আর দাবীর কথা বলা সরকারের বিরোধীতা নয়।
এই মুহূর্তে সব ডাক্তার ঘর সংসার পড়া পরীক্ষা প্রমোশন ট্রেনিং সব ফেলে একটু এক হন।আইনের খসড়াটা পড়ুন।এই আইন চালু হলে সাত জনমেও এই দুঃস্বপ্ন আপনার পিছু ছাড়বে না।যার যত ব্যক্তিগত সমস্যা শত্রুতা সব নিবারন করতে এই আইনে শত শত ধারা।
তাই বাংলাদেশের সব ডাক্তারগন,,এক্ষুনি!এক্ষুনি রূখে দাঁড়ান।।


________________________


ডা.শিরিন সাবিহা তন্বী । দেশের জনপ্রিয় কলামিস্ট। প্রতিভাবান কথাশিল্পী। মেডিকেল অফিসার, শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। পেশাজীবী নেতা। 

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়