Ameen Qudir

Published:
2017-02-16 15:17:38 BdST

চিকিৎসা আইন:২০১৭ আরও বেশি অগ্রহণযোগ্য


 

 




ডা. আহসান হাবীব , সহযোগী অধ্যাপক , বিএস এম এম ইউ
________________________


আইন কমিশন কর্তৃক "চিকিৎসা আইন-2017" যেটি স্বাক্ষর করে আইন মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে; পত্রিকার সংবাদ দেখে মনে হচ্ছে এটা স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক প্রস্তাবিত "চিকিৎসা সেবা আইন-2016(খসড়া)"- এর চেয়েও খারাপ।

"চিকিৎসা সেবা আইন-2016(খসড়া)" কোনক্রমে গ্রহণযোগ্য নয়। তাহলেতো "চিকিৎসা আইন-2017" আরও বেশি অগ্রহণযোগ্য।

"চিকিৎসা সেবা আইন-2016(খসড়া)" কেন গ্রহণযোগ্য নয়? কারণ........ (মোটা দাগে)

1.ভিজিটিং কার্ড, প্রেশক্রিপশন প্যাডে BMDC registration no. না লিখা শাস্তিযোগ্য অপরাধ। এই অপরাধে শাস্তি পঞ্চাশ হাজার টাকা অনাদায়ে একমাস কারাদণ্ড। ধারা-22(7)

2.চিকিৎসকের কনসালট্যান্সি ফিস এর রশীদ রোগীকে দিতে হবে এবং তা সংরক্ষণ করতে হবে। তা না করলে এটি অপরাধ হিসেবে গণ্য হবে , যার শাস্তি এক লক্ষ টাকা অনাদায়ে পনের দিন কারাদণ্ড। ধারা-22(9)

3.অফিস সময়ের বাইরে এবং ছুটির দিনে ,কর্মস্থল জেলার বাইরে রোগী দেখা অপরাধ। এই অপরাধে শাস্তি এক লক্ষ টাকা, অনাদায়ে একমাস কারাদণ্ড।ধারা-22(4)
অথচ আমাকে লাইসেন্স দেয়া হয়েছে সারা বাংলাদেশে রোগী দেখার অনুমতি দিয়ে।

4.সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোন কর্মকর্তা(এখানে প্রশাসন কেডার বুঝানো হয়েছে) যেকোন সময় যেকোন চিকিৎসা প্রতিষ্ঠানে প্রবেশ, পরিদর্শন ও চিকিৎসা সেবা সংক্রান্ত যন্ত্রপাতি, নমুনা বা কাগজপত্র জব্দ করতে পারবে। এই পরিদর্শনে কোন ত্রুটি পাওয়া গেলে , সেই অপরাধের শাস্তি তিন লক্ষ টাকা অথবা এক বছর কারাদণ্ড অথবা উভয়দন্ড। ধারা-22(3)

5.এই আইনের অধীনে সকল অপরাধের তদন্ত ও বিচার কার্যক্রম ফৌজদারী কার্যবিধি 1898 সালের 5 নং আইনের আওতায় পরিচালিত হবে। ধারা-21(1)

এইটাতে আমাদের ঘোর আপত্তি। চিকিৎসা সংক্রান্ত কোন কিছুই criminal act এ বিচার হতে পারেনা।

পুঙ্খানুপুঙ্খরূপে বিশ্লেষণ করলে শাস্তিতে ভরপুর।

সবচেয়ে বড় কথা অন্য কোন পেশাজীবীদের ক্ষেত্রে এধরনের কোন আইন আছে কি? যেমন: প্রকৌশলী, উকিল, সাংবাদিক, কৃষিবিদ।

আমরা সীমিত facilities থাকা সত্বেও কম খরচে সর্বোচ্চ সেবা দিয়ে যাচ্ছি। কিন্তু সর্বদা শাস্তির খড়গ মাথার উপরে থাকলে চিকিৎসাসেবা ব্যাহত হতে বাধ্য।

এতে ক্ষতিগ্রস্ত হবে গরীব। যারা এ আইন করছে তারা হাঁচি-কাশির জন্য সিঙ্গাপুর যায়।

ভাত দেয়ার নাম নাই, কিল মারার গোঁসাই।

জেগে উঠুন সবাই।

আমরা একত্রিত থাকলে কোন কালো আইন করতে পারবেনা।
প্রয়োজন BMDC কে শক্তিশালী করা।

__________________________
লেখক
Dr :Ahsan Habib
Associate professor
Neuromedicine
BSMMU

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়