ডেস্ক

Published:
2021-12-18 23:02:43 BdST

রেডিয়েশন অনকোলজিস্ট : ডাক্তার হিসেবে হাজারো জীবন বাঁচিয়েছেন, সৎ রাষ্ট্রপতি হিসেবে দেশ বাঁচিয়েছেন


 

 

 

ডা. মোহাম্মদ মহিউদ্দিন,
কানাডায় কর্মরত রেডিয়েশন অনকোলজিস্ট


_____________________

Dr.Tabaré Vázquez যিনি উরুগুয়ের দুই দুইবার নির্বাচিত রাষ্ট্রপতি ছিলেন।

একজন নিপাট ভদ্রলোক।পরিচ্ছন্ন রাজনীতিবিদ, রাষ্ট্রনায়ক এবং প্র্যাকটিসিং রেডিয়েশন অনকোলজিস্ট।

যাকে সামনা সামনি দেখার এবং তার বক্তৃতা শুনার সৌভাগ্য হয়েছিল ২০১৫ সালে রেডিয়েশন অনকোলজিস্টদের প্রিমিয়াম বাৎসরিক মিটিং Los Angeles সিটি, ক্যালিফোর্নিয়াতে।

যেখানে মিলিত হয়েছিল সারা পৃথিবীর ১১ হাজার রেডিয়েশন অনকোলজিস্ট, মেডিকেল ফিজিসিস্ট,মেডিকেল সাইনটিস্ট, নার্স , বায়োলজিস্ট ও অন্যান্য হেলথ্ কেয়ার প্রফেশনাল ।
সেই মিটিং এ বিশেষ অতিথি হিসাবে উপস্তিত হয়েছিলেন উরুগুয়ে এর ক্ষমতাসীন প্রেসিডেনট ডা.টাবারে ভাজকুয়েজ।
সুন্দর মার্জিত ভাষা ও বুদ্ধিদীপ্ত চেহারা নিয়ে টানা ১ ঘন্টা পিনপতন নীরবতায় সবাইকে সাবলীল ভাবে তার বক্তব্য শুনিয়েছিলেন।

যিনি রাষ্ট্রপতি থাকা অবস্থায়ও সপ্তাহে একদিন রোগী দেখতেন। মূলত স্তন ক্যানসার এর রোগীদেরকে রেডিয়েশন দিয়ে চিকিৎসা করতেন।
তার শাসন কালে উরুগুয়ের সব প্রাইমারী স্কুল এর বাচ্চারা একটি করে ল্যাপটপ পেয়েছে এবং ইউনিভার্সেল হেলথ কেয়ার জনগনের জন্য উন্মুক্ত করা হয়েছিল।

পৃথিবীর ইতিহাসে তিনি হলেন একমাত্র রেডিয়েশন অনকোলজিস্ট যিনি একাধারে ছিলেন সফল রাজনীতিবিদ এবং ছিলেন একজন সৎ প্রেসিডেন্ট।
২০২০ সালের ডিসেম্বরে তিনি ফুসফুস এর ক্যানসার ৮০ বৎসর বয়স এ পরলোক গমন করেন।
একজন অনকোলজিস্ট ও রাজনীতিবিদ হিসাবে ডা. টাবারে আইকন হিসাবে বেঁচে থাকবেন উরুগুয়ের জনগণ ও বিশ্ববাসীর মনের মাঝে।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়