Ameen Qudir

Published:
2017-02-15 16:02:50 BdST

স্বাস্থ্য বিভাগ নিয়ে কথকতা :আমার ত্রুটি আমাকে সারাতে দেন


 


ড. মোঃ আল্ - মামুনুল আনসারী
____________________________

কোনো মন্ত্রণালয়ই সহজে ভাল কিছু দিতে চায় না। সে বরাদ্দই হোক আর আইনই হোক। লেগে থেকে, মিটিং করে, বার্গেইনিং করে সর্বোপরি তেলেসমাতি কৌশল দিয়ে তা পাশ করে আনতে হয়।


এ কথা অভিজ্ঞতা থেকেই বলছি; হাওয়ার উপরে নয়। অনেকে বলেন, "ডাক্তারদের সেবা বাড়াতে হবে, কিছু ত্রুটি আছে"; তর্কের খাতিরে মানলাম। কিন্তু তাঁদের সুযোগ সুবিধা বাড়াবেন না, শুধু কর্ণমণ্ডলী ধরে টানবেন তাতো হবে না। সেই আমল তো নাই।

আমার ত্রুটি আমাকে সারতে দেন, আপনি সারার কে, বাপু? আমি কি আপনার ত্রুটি সারতে যাই? যদি যাই আপনার কেমন লাগবে? রেগে মেগে তো চৌদ্দ গোষ্ঠী উদ্ধার করবেন। আর গেলেও আমি কি আপনার অফিসের ত্রুটি শোধরানোর মতো যোগ্যতা রাখি?

বেঞ্চের প্রথম সারির ছাত্র হয়ে না পারলে অন্যরা তা কীভাবে পারতে চান, আল্লাহ মালুম। ছোট বেলায় আদর্শলিপিতে পড়েছিলাম, "নিজের চরকায় তেল দেন"। কথাটা এখন বোধহয় অনেকের মানার জন্য সময় এসেছে।

আসুন, খোঁচাখুঁচি না করে সম্মিলিতভাবে যার যে দায়িত্ব আছে তা পালন করি। ৫ বছরের মধ্যে দেশের মুখচ্ছবি পাল্টে যাবে। খবরদারি আর কর্তৃত্ববাদ পরিহার করি। সবাই উদার মনে কাজ করি।

বুকে হাত দিয়ে বলুন তো ত্রুটি বিচ্যুতি কম বেশি কোন অফিস/বিভাগে নাই? উপনিবেশিক ধ্যান ধারণা পরিহার করে গণতান্ত্রিক মনোভাব নিয়ে সকলেন এগিয়ে আসুন, দেখবেন সমাধান আসন্ন। কে বড় কে ছোট, আমি কি হনু রে, সে দিন আর নাই। জেলায় এক ব্যক্তির সকল ক্ষমতা, কেতাবে থাকতে পারে, বাস্তবে সম্ভব নয়।

কোনো অনাকাঙ্ক্ষিত কারণে স্বাস্থ্য বিভাগের বিপর্যয় ঘটলে অন্যেরা যেমন তার সুযোগ নেবে, তেমনি জাতিসংঘের এমডিজি লক্ষ্যমাত্রা বাস্তবায়ন, রূপকল্প ২০২১ সালের মধ্যে সরকারের মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছ, তা ব্যাহত হতে পারে। অতএব, সাধু সাবধান!

সকলকে ধন্যবাদ।

__________________________________

লেখক ড. মোঃ আল্ - মামুনুল আনসারী
Commander (CO) at MINUSMA, UN Mission in Mali (Africa)
SP, PSC, Mirpur, Dhaka at Govt. Service, SP (20th BCS), Bangladesh Police
Worked at Bangladesh Police

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়