Ameen Qudir
Published:2017-02-13 15:59:27 BdST
প্রশ্নফাঁসের ব্যবসায়ও কি লোভী ডাক্তার জাহিদ করছে
ডা. অঞ্জলি সাহা
_______________________
এই প্রশ্ন এখন সবার মনে। প্রশ্নপত্র ফাঁস কে করছে । লোভী ডাক্তার জাহিদের গল্প জাতিকে খাইয়ে এখন প্রশ্ন ফাঁসের উৎসব দেশ জুড়ে।
এটাই হয় । সবার নজর বিশেষ দিকে ঠেলে দিয়ে এই রকম প্রশ্নবিক্রির কারবার করতে সুবিধা হয়।
আসুন দিনাজপুর বোর্ডের মিডিয়ার খবর পড়ি।
""দিনাজপুর বোর্ডের অধীনে ঠাকুরগাঁওয়ে এসএসসি পরীক্ষা চলাকালীন কেন্দ্রের ভেতর থেকে প্রশ্নপত্রের ছবি তুলে নিয়ে তার ফটোকপি করে প্রশ্নের উত্তর আবার ওই কেন্দ্রে সবরাহের অভিযোগ পাওয়া গেছে। রোববার জেলার বালিয়াডাঙ্গী বালিকা উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রে গণিত পরীক্ষার সময় বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
বালিয়াডাঙ্গী বাজারের ফটোকপির দোকানগুলো থেকে সকাল ১১টা ৪০ মিনিটে প্রশ্নপত্রের উত্তর ফটোকপি করে কেন্দ্রের ভিতরে সরবরাহের দৃশ্য লক্ষ্য করা গেছে। ""
অাসুন গাজীপুরের খবর পড়ি ।
""নকলে সহায়তার অভিযোগে গাজীপুরের শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে রোববার (১২ই ফেব্রুয়ারি) এসএসসির গণিত পরীক্ষায় এক শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত আব্দুল্লাহ-আল হাসান শ্রীপুর উপজেলার খোজেখানি উচ্চ বিদ্যালয়ের গণিতের শিক্ষক।""'
কি বুঝলেন ! সামান্য কিছু উদাহরন দিলাম। পত্রিকায় আরও ভুরি ভুরি পাবেন।
এখন লোভী ডাক্তারের গল্প ফাদা শিক্ষা মন্ত্রক কোন গর্তে গিয়ে মুখ লুকাচ্ছে।
এ বিষয়ে একজন ডা. অভিভাবক ডা. অঅশীষ দেবনাথ সক্ষোভে বলেন ,
আমি খুবই হতাশ এবং ক্ষুব্ধ। ছেলে এসএসসি দিচ্ছে। অথচ কি দেখছি এসব? প্রশ্নফাঁসের বিষয়টা সবসময় শিক্ষা মন্ত্রী অস্বীকার করে এসেছেন!! এবার এসব কি হচ্ছে? ফেসবুকে ঘোষনা দিয়ে প্রশ্ন বেচা-বিক্রী? কর্তৃপক্ষ দেখছে না এসব? মন্ত্রী মহোদয় আপনি প্লিজ পদত্যাগ করুন। আমাদের মুক্তি দিন।
আপনার মতামত দিন: