SAHA ANTAR

Published:
2021-10-14 17:01:36 BdST

মানবচিকিৎসার সুপার স্পেশালিটি গুলি ভেঙে যাচ্ছে


লেখক

 

ডা. সিদ্ধার্থ মুখোপাধ্যায়
_________________

লেখা যায়, স্থূলতা, মেটাবলিক সিন্ড্রোম, ডায়বেটিস, ফ্যাটি লিভার ( নন - অ্যালকোহলিক) , নন অ্যালকোহলিক স্টিয়াটো হেপাটাইটিস ( ইংরেজি তে NASH - Non alcohlic steato hepatitis) বা বাংলায় নাশ, যাতে লিভার প্রতিস্থাপন অবধি লাগে ; হাইপারটেনশন বা হাই ব্লাড প্রেসার, পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম, ইউরিক অ্যাসিডিমিয়া বা গাউট, অস্টিও আর্থরাইটিস, কয়েক ধরণের ক্যানসার, এমনকি অ্যালঝাইমার্স ডিমেনশিয়া, অন্তত এই কয়েকটি অসুখ এবং সম্ভবত সংক্রমণ জনিত নয় এমন বেশির অসুখের চিকিৎসা ই প্রথাগত ভাবে উপশম ভিত্তিক করা হয়, তাতে বাহির থেকে কিছু সংখ্যার পরিবর্তন হলেও মূল বিষয়ের চিকিৎসা হয় না, তাই অসুখ এবং ওষুধের সংখ্যা কালক্রমে বাড়তেই থাকে এবং জটিলতাগুলি আটকানো যায় না।

অনেকটা পাকা চুল কালার করে, বয়স কমিয়ে দেখা ও দেখানোর মতো।
এইভাবে, চিকিৎসায় নিরাময় সম্ভব হয় না,কারণ মূল কারণের চিকিৎসা ই করা হলো না আদৌ।

একাধিক ওষুধ খেয়ে বাহির থেকে একই দেখানোর মতো।

২০১৫ সালের আগে অবশ্য সারা পৃথিবী তেই এমন তরো ছিলো। বিভিন্ন দেশের উজ্জ্বল এক ঝাঁক চিকিৎসা বিজ্ঞানী একত্র হয়ে, ন্যূনতম ওষুধ এবং বেশি করে খাদ্যাভাসের পরিবর্তন করে, সফল হলেন। অনেক জীবনশৈলী ঘটিত বা lifestyle disease ই রিভার্স করা সম্ভব হলো।

ঈদানীং ভাবা হচ্ছে বুড়ো হয়ে যাওয়াও এক ধরণের অসুখ, এবং তা রোধ করা না গেলেও ধীরগতি করা সম্ভব অনেক ক্ষেত্রেই।

এ বিষয়ে শেষ কথা এখনো কেউই বলেননি, তবে যে অসুখগুলির উল্লেখ করেছি তার অনেকগুলির ই রিভার্স করা সম্ভব হয়েছে ( এটি ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে লেখা) ।
এই ২০২০ - ২০২১ তে একটু অন্যতর বিকল্প বা নিরাময়ের খোঁজ করবেন না??

আর মানবচিকিৎসার সুপার স্পেশালিটি গুলি ভেঙে যাচ্ছে এবং এই কৃত্রিম বিভাজন যে মানুষের জন্য লাভদায়ক হয় নি, তাই প্রমাণিত হচ্ছে।

আরো নতুনতর ও উন্নততর চিকিৎসা আসছে ও আসবে আগামী দিনে।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়