ডেস্ক
Published:2021-10-05 15:40:14 BdST
ছাত্রীর তিন মাস বয়সী কন্যা সন্তানকে কোলে নিয়ে ক্লাস করাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষক
ছাত্রীর তিন মাস বয়সী কন্যা সন্তানকে কোলে নিয়ে ক্লাস করাচ্ছেন শিক্ষক পঙ্কজ কান্তি মধু।এই হৃদয়গ্রাহী দৃশ্যটি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইর আঞ্জুমানআরা উচ্চ বিদ্যালয়ের।
ডেস্ক
____________
শিক্ষক এমন মানবিক চাই। শিক্ষকতা পবিত্র উপাসনা বা ইবাদত।
রক্ত রোগ বিশেষজ্ঞ ও সঙ্গীতশিল্পী ডা গুলজার হোসেন উজ্জ্বল লিখেছেন,
এই মানুষগুলিই আমাদের নায়ক।
তিনিই একজন প্রকৃত সফল মানুষ।
ছাত্রীর তিন মাস বয়সী কন্যা সন্তানকে কোলে নিয়ে ক্লাস করাচ্ছেন শিক্ষক পঙ্কজ কান্তি মধু। তিনি বাল্যবিবাহের শিকার দশম শ্রেণীর ছাত্রীকে ক্লাসে ফিরিয়ে নিয়ে এসেছেন।
এই হৃদয়গ্রাহী দৃশ্যটি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইর আঞ্জুমানআরা উচ্চ বিদ্যালয়ের।
ছবি কৃতজ্ঞতাঃ কালের কন্ঠ।
সুপ্রভাত বাংলাদেশ।
আপনার মতামত দিন: