ডা. শুদ্ধ বিনয় সেন
Published:2021-09-25 17:45:07 BdST
পরম দান মরণোত্তর দেহ চিকিৎসা বিজ্ঞানকে দিলেন ভুবনমোহন ‘গানওয়ালা’ কবীর সুমন
কবীর সুমন।
ডা. রাজিকুল হক / ডা. শুদ্ধ বিনয় সেন
______________
এত দিন তিনি অসংখ্য জনপ্রিয় গান, গানের সুর উপহার দিয়েছেন তাঁর অনুরাগী শ্রোতাদের। মৃত্যুর পর নিজের দেহ দান করার অঙ্গীকার করলেন কবীর সুমন। বুধবার সন্ধ্যায় চিকিৎসা বিজ্ঞানের উৎকর্ষ গবেষণা র কাজে মরণোত্তর দেহদানের অঙ্গীকারপত্রে সই করলেন তিনি। সবাইকে মহামানব সুলভ এই কাজে অনুপ্রেরণা দিতে দেহদান করার কথা ফেসবুকে ভাগ করে নেন স্বয়ং ‘গানওয়ালা’।
এবার এপার বাংলা বাংলাদেশেও মরণোত্তর দেহ দান অনেকে।
এটি নীরবে চলছে।
সামাজিক নানা কুসংস্কারের ভয়ে অনেকে মরণোত্তর দেহ মেডিকেল কলেজের কাছে সোপর্দর সই সাবুদ করে রাখছেন।
কিন্তু এ নিয়ে সেলিব্রিটি হতে চাইছেন।
বলা বাহুল্য, কবির সুমন সহ জগতখ্যাত ব্যাক্তিদের দেহদান প্রক্রিয়া অনুপ্রেরণা দিচ্ছে অন্যদেরও। গানওয়ালা র প্রতি মহা সম্মান।
আপনার মতামত দিন: