SAHA ANTAR

Published:
2021-08-26 14:35:18 BdST

ডিএনএ ব্যবহার করে তৈরী ZyCov-D: ২৮০০০ স্বেচ্ছাসেবিদের উপর প্রয়োগ


 

অধ্যাপক ডা শুভাগত চৌধুরী
______________________


ডি এন এ ব্যবহার করে নির্মিত প্রথম টিকা ZyCov-D

এতে রয়েছে ভাইরাস থেকে আহরন করা জেনেটিক বস্তু। এটি শরীরকে নির্দেশ দেয় বিশেষ স্পাইক প্রোটিন তৈরি করতে , ইম্মুন সিস্টেম এতে সাড়া দেয়।
ZyCov -D হল সেই টিকা যা তৈরি হয়েছে ভারতে আর এর জরুরী অনুমোদন দিয়েছেন ভারতীয় কতৃপক্ষ । ভারতকিছু ডিসেম্বরের মধ্যে সব
প্রাপ্ত বয়স্ককে টিকা দেয়ার প্রত্যয় ব্যক্ত করার জন্য এই জরুরি অনুমোদন
কিছু ভারতীয় প্রদেশে ব্যাপক এর বিস্তার ঘটেছে , আর বিশেষজ্ঞরা বলছেন এর এক তৃতীয় ঢেউ আস্তে পারে আগ অক্টোবরে ।
এই টিকা উৎপাদন কারীরা বলছেন টিকাটি ১২ বছর ঊর্ধ্ব সবার জন্য নিরাপদ।
বেদনাহীন নিডল ফ্রি জেট দিয়ে একে প্রয়োগ করা হয়। । এর তিনটি ডোজ ।
ভারতে ২৮০০০ স্বেচ্ছা সেবিদের উপর প্রয়োগ করে কো ভি ড ১৯ রোধ করতে ৬৬.৬% কার্যকর দেখা গেছে। মাঝারি আর গুরুতর অবস্থা রোধে ZyCoV-D বেশ কার্যকর ।
ডেল্টা ভেরিয়েনট এর বিরুদ্ধে এটি কার্যকর ,।। Zydus Cadila বলেন এরা বছরে ১২০ মিলিয়ন ডোজ উৎপাদনে সক্ষম। ইতিমধ্যে তৈরি করে ভান ডার জাত হচ্ছে। এ পর্যন্ত ভারতের মাত্র ৯.৫% জনগণ টিকা পেয়েছেন।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়